ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

পাকুন্দিয়ায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সোমবার সকালে পৌরসদরের টিএন্ডটি অফিস সংলগ্ন একটি দলীয় অফিসে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নজরুল ইসলাম নামের এক পরিবহন ব্যবসায়ী। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম। নজরুল ইসলাম জেলা পরিবহন মালিক সমিতির সদস্য ও পাকুন্দিয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি পাকুন্দিয়া পৌরসদরের চরলক্ষিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত রফিকুল ইসলাম পৌরসদরের হাপানিয়া গ্রামের বাসিন্দা এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম জানান, তিনি একজন পরিবহন ব্যবসায়ী। পৌরসদরের পলিগ্যান পাবলিক স্কুলের সামনে থেকে রয়েল পরিবহন বাসস্ট্যান্ড থেকে ঢাকা সায়েদাবাদ বাসস্ট্যান্ডে তার দু’টি বাস রয়েছে। দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি ব্যবসা করে আসছেন। কোনো সমস্যা হয়নি। তবে গত তিন মাস ধরে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক চাঁদার দাবিতে হয়রানি করে আসছেন। গত ৫ই ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে রফিকুল ইসলাম তার লোকজন নিয়ে বাসস্ট্যান্ডে এসে আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ভয়ভীতি দেখায়। চাঁদা না দিলে ব্যবসা করতে দেবে না এবং খুন-জখমের হুমকি দেয়। তিনি আরও বলেন, আমি ও আমার পরিবার বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপি করেও যদি বিএনপি নেতাদের চাঁদা দিয়ে ব্যবসা করতে হয় তাহলে এই দুঃখ কার কাছে বলব। তিনি বিএনপি’র উপর মহলের সুদৃষ্টি কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন ভূইয়া, পৌর বিএনপি’র ৬ নম্বর ওয়ার্ড সভাপতি বুলবুল আহমেদ, পৌর যুবদলের ২ নম্বর ওয়ার্ড সভাপতি বোরহান উদ্দিন ও পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন বাবু প্রমুখ। অভিযুক্ত রফিকুল ইসলাম তার ওপর আনিত অভিযোগ অস্বীকার করে উল্টো জানান, রয়েল বাস কোম্পানি আমাকে বাসস্ট্যান্ড পরিচালনার জন্য লিখিতভাবে দায়িত্ব দিয়েছেন। কিন্তু নজরুল ইসলাম জোরপূর্বক কোম্পানির অফিস কক্ষটি তালাবদ্ধ করে রেখেছে এবং স্ট্যান্ডের জায়গা দখল করে রেখেছে। এজন্য তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status