ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট

বিজেপি নেতার মুসলিম বিদ্বেষ এবং কংগ্রেসের কৌশল

মানবজমিন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

গোয়ায় জনসংখ্যাতত্ত্ব বদলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি নেতা ও তেলেঙ্গানা রাজ্যের বিধায়ক টি রাজা সিং। উপকূলীয় ওই রাজ্যে মুসলিমের সংখ্যা বৃদ্ধি পাওয়া নিয়েও তিনি উদ্বেগ জানান। রোববার কারকোরেমের দক্ষিণ গোয়ায় বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, গোয়াতে হিন্দু জনসংখ্যা কমে যাচ্ছে। তার ভাষায়, যখন হিন্দু জনসংখ্যা কমে যাচ্ছে, তখন তাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে। বক্তব্যের এক পর্যায়ে মঞ্চেই তিনি বাংলাদেশের পতাকার অবমাননা করেন। এই অনুষ্ঠান নিয়ে ভারতের বিরোধী দল কংগ্রেস আগে থেকেই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে সতর্ক করেছিলেন। রাজা সিংয়ের ওই রাজ্যে সফর বাতিল করার আহ্বান জানিয়েছিল তারা। কংগ্রেস তাকে ‘একজন মেরূকরণ করা (পোলারাইজিং) ফিগার হিসেবে আখ্যায়িত করে বলে, এই ব্যক্তির ঘৃণামূলক বক্তব্য দেয়া এবং সাম্প্রদায়িক কথাবার্তার ইতিহাস আছে। কংগ্রেস শুক্রবারই জানিয়ে দেয়, তাকে গোয়ায় সফর করতে দিলে তাতে সাম্প্রদায়িকতায় উস্কানি দেয়া হবে। শান্তিপূর্ণ গন্তব্য হিসেবে গোয়ার যে খ্যাতি আছে তার ক্ষতি হবে। কংগ্রেসের গোয়া ইউনিটের সাবেক সভাপতি গিরিশ গোদাঙ্কার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য বিশ্ব জুড়ে সুপরিচিত গোয়া। কিন্তু টি রাজা সিংয়ের মতো ব্যক্তিকে এই রাজ্য সফরের আমন্ত্রণ জানানোর মাধ্যমে ঘৃণামূলক বক্তব্যকে সুযোগ দেয়া হবে। এই ব্যক্তির বিরুদ্ধে এর আগে ঘৃণাপ্রসূত বক্তব্য ও সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ আছে। তাকে ব্যবহার করে গোয়ায় লালিত শান্তির পরিবেশকে বিপন্ন করতে চাইছে বিজেপি। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে বলা হয়, টি রাজা সিং হায়দরাবাদের ঘোষমহল আসনের বিধায়ক। তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, এই রাজ্যের গভর্নরের দেয়া বিবৃতি আমি পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন, ১০-১৫ বছর আগে গোয়ার মুসলিম জনসংখ্যা ছিল শতকরা ৩ ভাগ। কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে শতকরা ১২ ভাগে। এ বিষয়টি সতর্কতার সঙ্গে ভাবতে হবে এবং বিবেচনা করতে হবে। সেপ্টেম্বরে কোচিতে অনুষ্ঠিত এক চার্চের অনুষ্ঠানে গোয়ার গভর্নর পি এস শ্রীধরন পিল্লাই এসব তথ্য দিয়েছেন বলে তিনি দাবি করেন। রাজা সিং দাবি তোলেন কেন তার রাজ্যে যখন মুসলিমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন কেন খ্রিষ্টানদের সংখ্যা কমছে এ প্রশ্ন গোয়ার আর্চ বিশপকে জিজ্ঞেস করার আহ্বান জানান তিনি। রাজা সিং আরও বলেন, ভারতে যদি মুসলিম জনসংখ্যা বাড়তেই থাকে, যদি তাদের এমপি’র সংখ্যা ৩০০ হয়ে যায়, তখন কোন সম্প্রদায় থেকে প্রধানমন্ত্রী হবেন? যদি তাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তাহলে হিন্দু সম্প্রদায়ের কী অবস্থা হবে। ইতিহাস তার সাক্ষী হচ্ছে। রোববার ওই অনুষ্ঠানে ৪৮ মিনিট বক্তব্য রাখেন টি রাজা সিং। তিনি এ সময় ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে লড়াই করতে তাদের উদ্দেশ্যের সঙ্গে যোগ দিতে আহ্বান জানান খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের। এ সময় তিনি বাংলাদেশ প্রসঙ্গও টেনে আনেন। কোনো রকম প্রমাণ না দিয়ে অভিযোগ করেন, প্রতিবেশী এ দেশটিতে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে। তাদের দোকানপাট লুট করা হচ্ছে। তারা সাহায্য চাইছে। তিনি বলেন- আমি বলতে চাই বাংলাদেশি হিন্দুদের সুরক্ষিত রাখার লড়াইয়ের জন্য প্রস্তুত আছে বজরঙ্গী। মোদিজি শুধু ১৫ মিনিট গেট খুলে রাখুন, আমরা এই লড়াই করবো। এক পর্যায়ে তিনি মঞ্চে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেন। বলেন, যারাই ভারতের বিরুদ্ধে অবস্থান নেবে তাদেরকেই একই পরিণতি ভোগ করতে হবে। এমন সময়ে তিনি একটি তরবারি বের করেন। বলেন, এই তরবারি শুধু খাপে রাখার জন্য নয়। প্রতিটি হিন্দুর বাড়িতে এটা থাকা উচিত।  

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status