অনলাইন
পদত্যাগ করলেন স্বরাষ্ট্র সচিব, হতে পারেন দুদক চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩০ পূর্বাহ্ন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি জানিয়েছে। তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হতে পারে বলে জানা গেছে।
সূত্র জানায়, ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুদক চেয়ারম্যান করা হতে পারে। এ কারণে তিনি স্বরাষ্ট্র সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান ড. মোহাম্মদ আবদুল মোমেন। পরে তাকে মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব পদেও দায়িত্ব দেয়া হয়।