বিশ্বজমিন
যুদ্ধ শেষ করতে চুক্তিতে আগ্রহী জেলেনস্কি: ট্রাম্প
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে চুক্তি করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শপথগ্রহণ শেষে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ট্রাম্প এর আগে বলেছিলেন যে তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান এবং প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই তিনি সেটি করতে চেয়েছিলেন। সেই ধারাবাহিকতায়ই তাকে তার প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞেস করা হয়। জবাবে তিনি বলেন, ‘আচ্ছা, এটি দিনের অর্ধেক। দিনের বাকি অর্ধেক এখনও বাকি রয়েছে। দেখা যাক কী হয়।’ তিনি সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে চান।