বিনোদন
গুঞ্জন নিয়ে যা বললেন নোরা
বিনোদন ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫, বুধবার
বলিউড জগতের সুপরিচিত নাম নোরা ফাতেহি। ‘বাহুবলী’ থেকে শুরু করে ‘স্ত্রী’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। অসাধারণ নাচের তালে সবাইকে মুগ্ধ করেছেন বারবার। এবার বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ শুরু করলেন তিনি। শুরু করলেন মিউজিক অ্যালবামের যাত্রা। যার জেরে বেশ কিছুদিন থেকে গুঞ্জন উঠেছে, বলিউড ছাড়তে চলেছেন নোরা। এবার এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। সমপ্রতি একটি সাক্ষাৎকারে নোরা বলেন, আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারোর জন্য নিজের জায়গা ছেড়ে দেবো তাহলে আপনি ভুল ভাববেন। আমি এখানেও থাকবো, ওখানেও থাকবো, সর্বত্র থাকবো। যেমন সিনেমায় অভিনয় করেছি ঠিক তেমনি সংগীত জগতেও কাজ করবো আমি। তিনি আরও বলেন, আমার মোট তিনটি জগৎ রয়েছে। আমি যেহেতু কানাডায় জন্ম নিয়েছি, তাই সেটি আমার প্রথম জগৎ। মরক্কোয় আমি বহুদিন ছিলাম তাই সেখানে আমার অস্তিত্ব লুকিয়ে আছে। সবশেষে ভারত এমন একটি দেশ যেখানে আমি আমার পরিচয় গঠন করতে পেরেছি, তাই এই দেশের সঙ্গেও আমার ভালোবাসা অপরিসীম। আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে ‘স্নেক’ নামক একটি মিউজিক অ্যালবামে অভিনয় করেছেন তিনি। ডেরুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, আমি নিজেই প্রথমে গানটি রেকর্ড করেছিলাম। প্রথমে তার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি আমার। তবে যখন একসঙ্গে ভিডিওতে কাজ করেছি, তখন অনেক গল্প হয়েছে।