বিশ্বজমিন
ট্রাম্পের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৭ অপরাহ্ন

যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে এক বৈঠক মিলিত হন তারা। জয়শঙ্করই প্রথম পররাষ্ট্রমন্ত্রী যিনি মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন। এক ঘন্টারও বেশি সময় ধরে দুই দেশের নানা বিষয় নিয়ে আলোচনা করেন জয়শঙ্কর এবং রুবিও। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার যৌথ সম্পর্ক জোরালো করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী।
তাদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি গুরুত্বপূর্ণ এবং উদীয়মান প্রযুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি এবং ইন্দো-প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ জোর দিয়েছেন রুবিও এবং জয়শঙ্কর। এছাড়া দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং অনিয়মিত অভিবাসন সম্পর্কিত উদ্বেগ সমাধানে ভারতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ইচ্ছার ওপরও জোর দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রুবিওর সঙ্গে একান্ত বৈঠকের আগে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনানুষ্ঠানিক কৌশলগত জোট কোয়াডের এক বৈঠকে যোগ দেন জয়শঙ্কর। ওই বৈঠকে জোটের আরও দুই দেশ অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবং জাপানের তাকেশি ইওয়ায়াও উপস্থিত ছিলেন। বৈঠকে জোটের দেশগুলো নিজেদের পররাষ্ট্র নীতি তুলে ধরেন বলে জানিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেন, কোয়াডের বিস্তৃত আলোচনায় একটি মুক্ত, স্থিতিশীল এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করার লক্ষ্যে জোর দিয়েছেন সকল দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
প্রসঙ্গত, কোয়াডের লক্ষ্য হচ্ছে ইন্দো-প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় চীনের প্রভাবকে প্রতিহত করা।
পাঠকের মতামত
আমাদের জন্য সুখবর।
Very Sad!!!