বিশ্বজমিন
যুদ্ধবিরতি কার্যকর না হতেই অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলা, নিহত ১০
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৪৪ অপরাহ্ন

গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই দিন না যেতেই অধিকৃত পশ্চিম তীরে হামলা চালিয়েছে ইসরাইল। এতে এক শিশুসহ কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এদিকে মঙ্গলবার শহর জেনিনে বড় ধরনের অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়, নতুন এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, জেনিনে ‘সন্ত্রাসবাদ’ নির্মূলের লক্ষ্যে ‘আয়রন ওয়াল’ নামের যৌথ অভিযান শুরু করেছে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। যৌথ এই অভিযানে ইসরাইলের সেনাবাহিনীর সঙ্গে পুলিশ এবং শিন বেট নামের নিরাপত্তা সংস্থাও হামলা চালাচ্ছে।
ইসরাইলি হামলার জবাবে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেখানে পশ্চিম তীরের জনগণ এবং বিপ্লবী তরুণদের দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে নিজেদের সংঘবদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। সংঘর্ষ তীব্র হলেও ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছে হামাস।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, জেনিনে যুদ্ধবিমান, শার্পশুটার এবং সাঁজোয়া যান দিয়ে প্রবল হামলা শুরু করেছে ইসরাইল। এছাড়া শহরটির শরণার্থী শিবিরও ঘেরাও করেছে তারা। সেখানে কোনো অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মীকে ঢুকতে দিচ্ছে না ইসরাইলের সেনাবাহিনী।
স্থানীয় সাংবাদিকদের ভিডিওতে দেখা গেছে যে, বুলডোজার সহ বিপুল সংখ্যক সাঁজোয়া যান জেনিনে প্রবেশ করছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শহরে কমপক্ষে ১০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন- যাদের নয়জন পুরুষ এবং একজন কিশোর।
তবে নিহতরা কি প্রত্যক্ষদর্শী ছিলেন নাকি ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে নিহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, যারা নিহত হয়েছেন তাদের দুজনকে স্পষ্টভাবে নিরস্ত্র মনে হয়েছে। স্থানীয় বাসিন্দারা সিএনএনকে জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়া এক ব্যক্তিকে জেনিন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এই ব্যক্তিও বেসামরিক বলে নিশ্চিত করেছেন তারা।
তবে ইসরাইলি বাহিনীকে প্রতিহত করতে তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড। সংগঠনটির দাবি নিজ দেশে জোট বাঁচাতে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে অধিকৃত পশ্চিম তীরে হামলার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। এছাড়া ইসরাইলের প্রধানমন্ত্রী পশ্চিম তীরে বন্দীদের মুক্তি দেয়ার আনন্দ নষ্ট করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছে ইসলামিক জিহাদ গ্রুপ।