ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যের মামলা

মানবজমিন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ১২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:০৮ অপরাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ইস্যুতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত ২২টি অঙ্গরাজ্য ও ২টি শহর। অঙ্গরাজ্য ও শহর দুটির পাশাপাশি ওই আইনি লড়াইয়ে শরিক হয়েছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। 

এতে বলা হয়, মঙ্গলবার বোস্টনের একটি প্রাদেশিক আদালতে ওই মামলা দায়ের করেছে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এবং সান ফ্রান্সিসকো শহর সহ মোট ২২টি অঙ্গরাজ্যের একটি জোট। যার নেতৃত্বে রয়েছে ডেমোক্রেট দলের নেতারা। তাদের দাবি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত অধিকার। এর বিরুদ্ধে অবস্থান নেয়ার অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প।

সোমবার শপথ গ্রহণের পরপরই প্রায় দেড়শর বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। যার মধ্যে একটি ছিল জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আইন বাতিল সম্পর্কিত। মূলত তার এই আদেশ সংবিধান পরিপন্থী বলেই উল্লেখ করেছে ডেমোক্রেটসহ অন্য অনেক সংস্থা। 

নির্বাহী আদেশে স্বাক্ষরের পরপরই আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন, বিভিন্ন অভিবাসী সংগঠন এবং গর্ভবতী নারীও ট্রাম্পের বিরুদ্ধে একই ধরনের মামলা করেছে। যা ট্রাম্পকে ক্ষমতা গ্রহণের পরের দিনই আইনি চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। 

নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ প্লাটকিন এক বিবৃতিতে বলেছেন, ‘রাজ্যের অ্যাটর্নি জেনারেলরাও ট্রাম্পের এই অবৈধ পদেক্ষেপের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছিলেন, তবে ইতিমধ্যেই যেসকল মামলা হয়েছে তা ট্রাম্প প্রশাসনের জন্য একটি স্পষ্ট বার্তা দেয় যে- আমরা মামলাকারীদের পক্ষে সাংবিধানিক অধিকারের পক্ষে দাঁড়াবে’। 

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। ট্রাম্প দায়িত্ব নিয়েই ফেডারেল সরকারের সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন, কোনো অবৈধ অভিবাসী অথবা সাময়িক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন, এমন কেউ সন্তান জন্ম দিলে সেই শিশুকে যেন মার্কিন নাগরিকত্বসংক্রান্ত নথি দেয়া না হয়। ট্রাম্প এ–সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করার পরপরই আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন সোমবার এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুকে নাগরিকত্ব না দেয়ার আদেশ শুধু অসাংবিধানিক নয়, একই সঙ্গে তা মার্কিন মূল্যবোধের বেপরোয়া ও নির্মম প্রত্যাখ্যান।

 

পাঠকের মতামত

We are all immigrants

সাহস
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭:২৮ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট/ আবারো ঢাকা-দিল্লি কূটনৈতিক উত্তেজনা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status