বিশ্বজমিন
ট্রাম্পের শপথের দিনে শি জিনপিং-পুতিন ফোনকল সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় নেয়ার প্রত্যয়
মানবজমিন ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
ডনাল্ড ট্রাম্প সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরেই ভিডিও কলে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই পক্ষের রাষ্ট্রীয় মিডিয়ায় বলা হয়েছে এ সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্ককে সবচেয়ে উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। শি জিনপিংকে একজন ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে পুতিন বলেছেন- বাইরের চাপ থাকা সত্ত্বেও বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং সমর্থনের ভিত্তিতে রাশিয়া ও চীন তাদের সম্পর্ক গড়ে তুলবে। পক্ষান্তরে পুতিনকে কৌশলগত সহযোগিতা গভীর করতে, পারস্পরিক সমর্থনকে উন্নত করতে এবং বৈধ স্বার্থের সেফগার্ড দেয়া অব্যাহত রাখার আহ্বান জানান শি জিনপিং। ওদিকে মঙ্গলবার বেইজিংয়ের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি চীনকে একটি নির্যাতনকারী বা অপব্যবহারকারী (অ্যাবিউজার) হিসেবে আখ্যায়িত করেন। সতর্ক করেন এই বলে যে, যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তি করতে ব্যর্থ হয় তাহলে মস্কোর সামনে বড় বিপদ আসতে চলেছে। শি জিনপিংকে পুতিন বলেন, ইউক্রেন নিয়ে যেকোনো সমাধান হতে হবে রাশিয়ার স্বার্থকে সম্মান জানিয়ে। ওই ফোনকলের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। বেইজিংয়ের বিরুদ্ধে অভিযোগ আছে যে, ইউক্রেন যুদ্ধে মস্কোকে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ দিচ্ছে তারা। চীন ও রাশিয়ার মধ্যে ২০২৩ সালে রেকর্ড ২৪০০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। ২০২১ সালের পর এই পরিমাণ শতকরা কমপক্ষে ৬৪ ভাগ বেশি। উশাকভ বলেন- যদি ট্রাম্প টিম আগ্রহ দেখায় তাহলে পারস্পরিক সুবিধা এবং সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত পুতিন ও শি জিনপিং। তিনি আরও জানান- এই দুই নেতার মধ্যে ফোনকলের কোনো সম্পর্ক নেই ট্রাম্পের শপথ অনুষ্ঠানে। তবে তাদের মধ্যে কল স্থায়ী হয় প্রায় দেড় ঘণ্টা। উশাকভের মতে, এ সময়ে পুতিন ও শি মধ্যপ্রাচ্য, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। চীনের রাষ্ট্রীয় মিডিয়া বলেছে, বাহ্যিক অনিশ্চয়তার মধ্যে পুতিনের সঙ্গে কাজ করতে প্রস্তুতির কথা জানিয়েছেন শি জিনপিং।
তবে তিনি এক্ষেত্রে বিশেষ কোনো ক্ষেত্রের কথা তুলে ধরেননি। ওদিকে গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন শি জিনপিং। ওই আলোচনাকে দুই দেশের মধ্যে খুব ভালো আলোচনা বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। তারা বাণিজ্য, ফেন্টানাইল, টিকটক এবং প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করেছেন। ট্রাম্পের সঙ্গে পুতিন এখনো কথা বলেননি। তবে ট্রাম্প শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরে রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন।