ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

লস অ্যাঞ্জেলেসে ফের আগুন, এবারও ভয়াবহ দাবানলের শঙ্কা

মানবজমিন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১০:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

আবারও নতুন করে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ছে দাবানলের আগুন। এতে এবারও ভয়াবহ দাবানলের আশঙ্কা করা হচ্ছে। প্রাণহানি এড়াতে ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন। মাত্র কয়েক দিন আগে ভয়াবহ আগুনে ছাই হয়েছে লস অ্যাঞ্জেলেস হাজার হাজার একর জমি। এতে প্রায় ২৭ জনের মৃত্যু হয়।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন ওই দাবানলে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে তাদের প্রায় ছয় মাস সময় লেগে যেতে পারে। কিছুদিন আগের ব্যাপক ক্ষয়ক্ষতির ধাক্কা কাটিয়ে না উঠতেই আবারও নতুন করে দাবানলের কবলে পড়তে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চল। এতে উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

এতে বলা হয়, নতুন করে দাবানলের আগুন উত্তরাঞ্চলের কাস্টেইক হ্রদ ঘেঁষা পাহাড়ের পাদদেশে ছড়িয়ে পড়ছে। দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে এই আগুন প্রায় ৫ হাজার একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। 

তীব্র বাতাসের ফলে এই আগুন হু হু করে ছড়িয়ে পড়ছে। দূর থেকে আগুনের বিশাল কুণ্ডুলি দেখা গেছে। এ পর্যন্ত প্রায় ২ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। তবে নতুন করে দাবানলের আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট/ আবারো ঢাকা-দিল্লি কূটনৈতিক উত্তেজনা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status