বিনোদন
মোশাররফের ‘হারামখোর’
স্টাফ রিপোর্টার
২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার
আজ রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে একক নাটক ‘হারামখোর’। জুয়েল এলিনের রচনায় এটি পরিচালনা করেছেন ইমরান হাওলাদার। এর মূল ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও রয়েছেন মিম চৌধুরী সহ অনেকে। গল্পে দেখা যাবে, আবুল হায়াত বুঝে গেছেন এ সংসারে আর কিছুদিন থাকলে তার হায়াত শেষ। তাই সব ছেড়ে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেন। এক সময় তার ক্যান্সার ধরা পড়ে।