বিনোদন
ছেলেকে ফাঁসানো হচ্ছে, দাবি সাইফকাণ্ডে গ্রেপ্তার হওয়া শরিফুলের বাবার
বিনোদন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩:৪১ অপরাহ্ন

গত ১৬ জানুয়ারি নিজ বাড়িতে হামলার শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন শরিফুল ইসলাম শেহজাদ নামের সেই হামলাকারী। মুম্বই পুলিশ দাবি করেছে, শরিফুল বাংলাদেশের নাগরিক। অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছেন তিনি। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে শরিফুল স্বীকার করেছেন সাইফের বাড়িতে ডাকাতির উদ্দেশেই ঢুকেছিলেন। বান্দ্রার অভিজাত সৎগুরু শরণ আবাসনে দেওয়াল টপকে প্রবেশ করেন শরিফুল। এরপর চলে যান সোজা ১০ তলায়, সাইফ আলী খানের ফ্ল্যাটে। এলোপাথাড়ি কোপাতে থাকেন অভিনেতাকে। গুরুতর আহত হন সাইফ। এদিকে শরিফুলের বাবা এ কথা স্বীকার করতে নারাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে শরিফুলের বাবা মোহাম্মদ রহুল আমিন দাবি করেন, সিসিটিভি ক্যামেরায় যাকে দেখা গিয়েছে সে আমার ছেলে নয়। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। শুধু তাই নয় অভিযুক্ত শরিফুল ও সিসিটিভিতে যে ব্যক্তিকে দেখা যায়, তাদের মুখের মিল নেই বলেই দাবি একটা বড় অংশের। শরিফুলের বাবার কথায়, আমার ছেলে গত ৩০ বছরে কখনও চুল বড় করেনি। সিসিটিভিতে যাকে দেখা গিয়েছে তার সঙ্গে আমার ছেলের চেহারার মিল নেই। আমার বিশ্বাস আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। ও বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছে একটাই কারণে, বাংলাদেশের টালমাটাল অবস্থার জন্য। ও তো চাকরি করত এক জায়গায়, যেখানে ও পারিশ্রমিক পেত। এমনকি ওর মালিক ওকে পুরস্কারও দিয়েছিল। শরিফুলের বাবার দাবি, বিদেশে কাজের খোঁজেই এসেছিলেন তার ছেলে। তিনি এ-ও স্পষ্ট করে দেন, তার ছেলের পক্ষে বলিউডের এমন নামী তারকার উপর হামলার পরিকল্পনা সম্ভবই নয়।