ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার ওপর ট্রাম্পের হুমকি, বিচলিত নন পুতিন

মানবজমিন ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫, শনিবারmzamin

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কোর ওপর চাপ বাড়ানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলা তিন বছরের যুদ্ধ বন্ধ করতে অতি শিগগিরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে বিশ্বের ব্যবসায়ী নেতাদের সঙ্গে ভিডিও লিংকের মাধ্যমে কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ওই যুদ্ধে লাখ লাখ তরুণের জীবন শেষ হয়ে যাচ্ছে। কেননা, সেখানে ভয়াবহ যুদ্ধ হচ্ছে। যদিও কোনো শান্তি আলোচনার কথা ঘোষণা করেননি তিনি। ট্রাম্প বলেন, ইউক্রেন চুক্তি সম্পাদনের জন্য প্রস্তুত হয়ে আছে। এটি এমন এক যুদ্ধ যেটি শুরু হওয়ারই কথা নয়। এ খবর দিয়েছে ভয়েস অফ আমেরিকা। এতে বলা হয়, হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদের তৃতীয় দিনে ট্রাম্প বলেন- তিনি সৌদি আরব ও ওপেককে বিশ্বে তাদের জ্বালানি তেলের মূল্য কমাতে বলবেন। যাতে করে রাশিয়ার তেল থেকে পাওয়া উপার্জন কমানো যায়। যুদ্ধে অর্থায়নে রাশিয়া এই অর্থ ব্যবহার করে থাকে, যা কিনা বর্তমানে ব্যারেল প্রতি ৭৭ ডলারে বিক্রি করা হচ্ছে। ট্রাম্প বলেন, মূল্য কমে গেলে, সঙ্গে সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শেষ হবে। তিনি বলেন, এটা করা খুবই জরুরি। এখনই সময় যুদ্ধটা শেষ করার।

ট্রাম্পের এই নতুন মন্তব্যের ঠিক একদিন আগেই এই সংঘাতকে তিনি একটি ‘প্রহসনমূলক যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় পুতিনকে বলেন যে, তিনি যদি যুদ্ধ শেষ করার জন্য না এগোন তাহলে পশ্চিমে রাশিয়ার রপ্তানির ওপর যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ এবং নিষেধাজ্ঞা আরোপ করবে। তবে ট্রাম্পের এই হুমকির মুখে ক্রেমলিন অনড় থেকে বলেছে- তারা রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে নতুন কোনো উপাদান দেখছেন না। ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ সংবাদদাতাদের বলেন, তিনি (ট্রাম্প) এ ধরনের পদ্ধতিই পছন্দ করেন অন্তত প্রেসিডেন্ট হিসেবে তার আগের আমলেও তিনি এটাই পছন্দ করতেন। পেসকভ বলেন- হোয়াইট হাউসে ট্রাম্প যখন তার চার বছরের মেয়াদ শুরু করছেন তখন রাশিয়া পারস্পরিক সম্মানজনক সংলাপের জন্য প্রস্তুত রয়েছে।
ট্রাম্প সামাজিক মাধ্যমের একটি পোস্টে পুতিনকে বলেন যে, তিনি রাশিয়াকে কষ্ট দিতে চান না, রাশিয়া তো যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভে সাহায্য করেছিল কিন্তু এখন সময় এসেছে প্রতিবেশী ইউক্রেনের ওপর মস্কোর আক্রমণ বন্ধ করার। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল আকাউন্টে বলেন, এসব বলার পর আমি এখন রাশিয়া, যার অর্থনীতি ব্যর্থ হচ্ছে, এবং প্রেসিডেন্ট পুতিনকে বড় ধরনের অনুগ্রহ করতে যাচ্ছি। এখনই এটা নিষ্পত্তি করুন এবং এই প্রহসনের যুদ্ধ বন্ধ করুন। এটা কেবলই আরও অবনতির দিকে যাবে। ট্রাম্প বলেন, দ্রুত একটি নিষ্পত্তি যদি না হয় তাহলে কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া তার কাছে আর কোনো বিকল্প থাকছে না।
সদ্য বিদায় নেয়া সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা প্রায়শই রাশিয়ার অর্থনীতির প্রধান খাতগুলো এবং পুতিনের বিশেষ সুবিধাপ্রাপ্ত বন্ধুদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাতে সে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে কিন্তু যুদ্ধ থামানো যায়নি। ট্রাম্প বলেন, আসুন আমরা এই যুদ্ধ শেষ করি! এই যুদ্ধ তো শুরুই হতো না যদি আমি তখন প্রেসিডেন্ট থাকতাম। আমরা এই যুদ্ধ সহজ উপায়ে কিংবা কঠিন উপায়ে বন্ধ করতে পারি- সহজ উপায়টাই সব সময়ে ভালো। এখন সময় এসেছে আপস-রফা করার। আর কোনো জীবন শেষ হতে দেয়া যায় না।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ঝাপোরিঝিয়া অঞ্চলের কর্মকর্তারা বৃহস্পতিবার বলেন রাশিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত একজন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ টেলিগ্রামে বলেন যে, রাশিয়ার ড্রোনগুলো একটি জ্বালানি স্থাপনা বিধ্বস্ত করে এবং এতে হাজার হাজার লোকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। মাইকোলাইভ অঞ্চলের গভর্নর ভাইটালি কিম টেলিগ্রামে বলেন যে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নয়টি রুশ ড্রোনকে ভূপতিত করেছে। তবে কিম বলেন, বহু ড্রোনের ধ্বংসাবশেষে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে- তারা রাশিয়া-ইউক্রেন সীমান্ত সংলগ্ন বেলোগোরে ইউক্রেনের চারটি ড্রোন ভূপতিত করেছে।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট/ আবারো ঢাকা-দিল্লি কূটনৈতিক উত্তেজনা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status