ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাবান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু

মানবজমিন ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার

বাংলাদেশ-ভারত সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। বেশ কয়েকদিন ধরেই সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে ঢাকা-দিল্লির মধ্যে উত্তেজনা চলছে। এমন পরিস্থিতির মধ্যে এ সীমান্তে এই মহড়া শুরু করলো তারা। গত ২২শে জানুয়ারি থেকে শুরু হওয়া ওই মহড়া চলবে ৩১শে জানুযারি পর্যন্ত। বিএসএফ কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই। ভারতের প্রজাতন্ত্র দিবস উদ্যাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই মহড়া শুরু হয়েছে বলে দাবি ভারত সরকারের। 
বিএসএফের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আগে এই পদক্ষেপ নেয়া হয়েছে। নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-ভারতের দীর্ঘ ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্তের সকল ফিল্ড ফর্মেশনে ওই সতর্কতা মহড়া শুরু করেছে বিএসএফ। এর মাধ্যমে সীমান্ত ফাঁড়িগুলোকে জোরালো করছে তারা। এই মহড়ার সময় দুই দেশের সীমান্তে টহল এবং অন্যান্য দায়িত্ব জোরদার করা হবে।

এ সময় বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) ও অন্যান্য কর্মকর্তারা পূর্বাঞ্চলীয় কমান্ড এলাকার দিন-রাতের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফের অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত মোতায়েন তদারকি করতে অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) রবি গান্ধী সীমান্ত এলাকা পরিদর্শন করছেন। তিনি সকল ফিল্ড ফর্মেশনকে বিশেষভাবে নদী সীমান্ত এবং যেখানে কাঁটাতারের বেড়া নেই সে সব এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ‘অপস অ্যালার্ট’ মহড়ার সময় সীমান্তে বিএসএফের সেনারা গভীর পর্যবেক্ষণীয় মহড়া পরিচালনা করবে বলে উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। প্রসঙ্গত, ২০২৫ সালের ২৬শে জানুয়ারি ভারত ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন করবে। ১৯৫০ সালের এই দিনে ভারত সংবিধান কার্যকর করে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রতি বছর এই দিনটি জাতীয় পর্যায়ে ব্যাপক আয়োজনে উদ্যাপিত হয়।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status