বিনোদন
আমেরিকান উৎসবে নুহাশের ‘২ষ’
স্টাফ রিপোর্টার
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার
নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজ ‘২ষ’ ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তির পরপরই এবার জায়গা করে নিলো আমেরিকান উৎসবে। সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) চলচ্চিত্র উৎসবে চার পর্বের সিরিজটি অংশ নেবে। তথ্যটি নিশ্চিত করে নুহাশ জানান, এসএক্সএসডব্লিউ ফিল্ম ও টিভি উৎসব একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসব। সেখানে ‘২ষ’ এর প্রিমিয়ার হওয়ায় নির্মাতা হিসেবে আমি খুবই আনন্দিত। তিনি বলেন, আমি খুবই আনন্দিত এবং সবার প্রতি কৃতজ্ঞ। তারা ছাড়া সম্পূর্ণ স্থানীয় গল্প ও ঢংয়ে এমন আন্তর্জাতিক মানের কাজ করা সম্ভব ছিল না। উৎসবের এপিসোডিক ক্যাটাগরিতে হবে ‘২ষ’ এর প্রিমিয়ার। মার্চের ৭ থেকে ১৫ তারিখ হবে উৎসব, এর মধ্যে যেকোনো একদিন প্রিমিয়ার হবে বলে জানান নুহাশ। তিনি আরও জানান, এর আগে এই ক্যাটাগরিতে প্রিমিয়ার হয়েছে এইচবিও ‘অরিজিনাল ব্যারি’, ‘সিলিকন ভ্যালি’, প্রাইম ভিডিও’র ‘মিস্টার রোবট’। নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খানের গল্পে সিরিজের পর্বগুলো হলো ‘ওয়াক্ত’, ‘ভাগ্য ভালো, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। প্রতিটি গল্পের রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। সিরিজে অভিনয় করেছেন- আফজাল হোসেন, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, সুমাইয়া শিমু, অ্যালেন শুভ্র, সামিয়া অথৈ, কাজী নওশাবা আহমেদ, মো. ইসলাম উদ্দিন পালাকার, শিবলী প্রমুখ।