ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

ঢাকা ওয়ান্ডারার্সের জালে গোল উৎসব বসুন্ধরা কিংসের

স্পোর্টস রিপোর্টার
২৫ জানুয়ারি ২০২৫, শনিবারmzamin

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বসুন্ধরা কিংসের। লীগে একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন ক্লাবটি। লীগের অষ্টম রাউন্ডের ম্যাচে এগিয়ে থেকেও ফর্টিস এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় দলটি। ওই ম্যাচ শেষে আবার কিংসের সমর্থকরা হামলা চালায় ফর্টিস এফসির বাসে। যদিও দুইদল একত্রে বিবৃতি দিয়ে দাবি করেছে তৃতীয় পক্ষের ইন্ধনে হয়েছে এই হামলা। কিংস অ্যারেনাতে নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বসুন্ধরা। তবে এসব কিছু পাশকাটিয়ে প্রথম লেগের শেষ ম্যাচে দাপুটে ফুটবল খেলেছে বসুন্ধরা কিংস। উত্থান-পতনের দোলাচলে দুলতে থাকা বসুন্ধরা পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ওয়ান্ডারার্সেও বিপক্ষে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে এলো আরও দুই গোল। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে গতকাল ওয়ান্ডারার্সেও বিপক্ষে ৫-০ গোলে জিতেছে কিংস। জনাথন ফার্নান্দেসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। বিরতির আগে ব্যবধান আরও বাড়ান তপু বর্মন। দ্বিতীয়ার্ধে জালের দেখা পান রাকিব হোসেন ও মিগেল ফিগেইরা। এর ফলে ৯ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বসুন্ধরা কিংস। কিংসের উৎসবের শুরু একাদশ মিনিটে দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে। মিগেল ফিগেইরার পাস বাঁ পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের নিচু শটে জালে জড়িয়ে দেন ফার্নান্দেস। ২৯তম মিনিটে সোহেল রানার গোলে ব্যবধান হয় দ্বিগুণ। রাকিব হোসেনের বাড়ানো ক্রস বুক দিয়ে রিসিভ করে গোলমুখ থেকে কোনামতে মাথা ছুঁয়ে বল ঠিকানায় পৌঁছে দেন এই মিডফিল্ডার। ৪২তম মিনিটে সোহেল রানার কর্নারের পর বল যায় মজিবুর রহমান জনির পায়ে, বাইলাইনের একটু উপর থেকে চিপ শট নেন এই মিডফিল্ডার, দূরের পোস্টে থাকা তপু দুই ডিফেন্ডারের মাঝে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন। ম্যাচে চালকের আসনে বসে বিরতিতে যায় কিংস। রাকিব জালের দেখা পান ৬৬ তম মিনিটে। বাইলাইনের উপর থেকে মোহাম্মদ রফিকুলের শেষ মুহূর্তে বাড়ানো ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। লীগে রাকিবের এটি পঞ্চম গোল। নয় মিনিট পর ব্যবধান আরও বাড়ান মিগেল ফিগেইরা। ৮৮তম মিনিটে রাকিবের শট ফিরে আসে পোস্টে লেগে।

 

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status