খেলা
বিপিএলের প্লে-অফে খেলতে কোন দলকে কী করতে হবে
স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার
আগামীকাল ঢাকায় ফিরছে বিপিএল। এখন পর্যন্ত হয়েছে ৩২ ম্যাচ, লীগ পর্বে বাকি ১০টি। ইতিমধ্যে রংপুর রাইডার্স প্লে অফে খেলা নিশ্চিত করেছে। ফরচুন বরিশালও সেই পথেই আছে। ভালো অবস্থানে আছে চিটাগং কিংসও। তবে চতুর্থ দল হিসেবে লড়াইয়ে আছে খুলনা টাইগার্স, দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। যদিও সবচেয়ে বেশি ম্যাচ বাকি থাকা খুলনা কিছুটা এগিয়ে। এবার টানা ৮ ম্যাচ জিতেছে রংপুর। চট্টগ্রাম পর্বের শেষদিনে তাদের আসরের
প্রথম হারের স্বাদ দেয় রাজশাহী। এখন নুরুল হাসান সোহানের দলের লক্ষ্য শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ারে খেলা। আর একটি ম্যাচ জিতলে শুধু প্লে অফ নিশ্চিত নয়, বিপিএল ইতিহাসে এককভাবে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে প্লেুঅফে খেলার রেকর্ডও গড়বে দলটি। দলটির বাকি তিন ম্যাচে প্রতিপক্ষ রাজশাহী, চিটাগং ও খুলনা। আর ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা বরিশালের একটি ম্যাচ জিতলেই প্লেুঅফে খেলা নিশ্চিত হবে। লীগ পর্বে দলটির বাকি চার ম্যাচ সিলেট, খুলনা, ঢাকা ও চিটাগংয়ের বিপক্ষে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে চিটাগং কিংস। প্লে অফে খেলতে হলে বাকি থাকা ৩ ম্যাচে তাদের জিততে হবে দুইটিতে। একটি ম্যাচ জিতলেও এলিমিনেটরে ( তিন বা চার নম্বরে) উঠতে পারে তারা। তবে সেক্ষেত্রে নেট রান রেট বিবেচনায় আসবে। নেট রান রেট (+১.০৪৫) অবশ্য তাদের ভালো আছে। তাদের বাকি তিন ম্যাচ শীর্ষ দুই দল রংপুর, বরিশাল এবং সিলেটের বিপক্ষে। ৯ ম্যাচে ৪ জয় পাওয়া খুলনা টাইগার্সকে প্লে অফ খেলতে হলে বাকি থাকা ৩ ম্যাচই জিততে হবে। দুটিতে জিতলেও সম্ভব, সেক্ষেত্রে যেকোনো একটি ম্যাচে দুর্বার রাজশাহীর হার কামনা করতে হবে। তাদের শেষ তিন ম্যাচ রংপুর, বরিশাল ও ঢাকার বিপক্ষে। পাঁচ বছর পর বিপিএলে ফেরা রাজশাহী ১০ ম্যাচে পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। তাদের বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ রংপুর ও সিলেট। রান রেট (-১.৪০০) কম থাকায় রাজশাহীকে শেষ দুই ম্যাচ বড় ব্যবধানে জিততে তো হবেই, সঙ্গে খুলনাকেও একাধিক ম্যাচে হারতে হবে। টানা ৬ ম্যাচ হারার পর ৪ ম্যাচে ৩ জয় পেয়েছে ঢাকা। ৬ পয়েন্ট নিয়ে তারা আছে ৭ নম্বরে। কাগজে কলমে এখনও প্লে অফে খেলতে পারেন লিটন-তানজীদরা। দলটির শেষ দুই ম্যাচ বরিশাল ও খুলনার বিপক্ষে। ম্যাচ দুটিতে শুধু বিশাল ব্যবধানে জিতলেই চলবে না, খুলনা ও রাজশাহীর পয়েন্ট যেন ১০-এর বেশি না হয়, সেই কামনাও করতে হবে। ৯ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া সিলেটেরও আছে কাগজে কলমে প্লে অফ খেলার সমীকরণ। তাদের ম্যাচ বাকি তিনটি- বরিশাল, রাজশাহী ও চিটাগংয়ের বিপক্ষে। তিন ম্যাচই জিততে হবে বিশাল ব্যবধানে। তাতে তাদের পয়েন্ট বেড়ে হবে ১০। এরপর ১০ পয়েন্ট পাওয়া অন্য দলগুলোর সঙ্গে আসবে নেট রান রেটের হিসাব-নিকাশ।