ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

লীগে প্রথম অঘটন

ফকিরেরপুলের কাছে হার মোহামেডানের

স্পোর্টস রিপোর্টার:
২৫ জানুয়ারি ২০২৫, শনিবারmzamin

প্রিমিয়ার লীগে উড়তে থাকা মোহামেডানকে মাটিতে নামিয়ে আনলো ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। টানা আট ম্যাচ জিতে দুর্বার গতিতে ছুটে চলা মোহামেডানকে গতকাল ১-০ গোলে হারায় নবাগত দলটি। হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন ফকিরেরপুরের উজবেক মিডফিল্ডার সার্দোর জাহোনভ। তবে জয়রথে থামলেও ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্রথম লেগ শেষ করলো আলফাজ আহমেদের দল। ফকিরেরপুলের পয়েন্ট ৯। এক ম্যাচ কম খেলা আবাহনী ১৯ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুই নম্বরে। ১৭ পয়েন্ট নিয়ে তিনে বসুন্ধরা কিংস। 

টানা ম্যাচ জিতে অষ্টম রাউন্ডেই প্রথম লেগে শীর্ষস্থান নিশ্চিত হয় মোহামেডানের। তবে অন্যদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে রাখতে জয়টি প্রয়োজন ছিল লীগে শিরোপাহীন থাকা দলটির। এমনদিনে দুর্বল ফকিরেরপুলের বিপক্ষে শুরু থেকে মোহামেডান ছিল বেশ নড়বড়ে। সময় গড়ানোর সাথে সাথে তাদের খেলায় ছন্দ ফিরে, কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেননি দলটির ফরোয়ার্ডরা। ২৪তম মিনিটে ফকিরেরপুলের দারুণ সুযোগ নষ্ট হয়। তালগোল পাকিয়ে মোহামেডানের এক ডিফেন্ডার বল হারালে পেয়ে যান শান্ত হোসেন। ফকিরেরপুলের এই ডিফেন্ডারকে আটকাতে ততক্ষণে ততক্ষণে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন গোলরক্ষক সুজন হোসেন। কিন্তু শান্তর চিপ শট সুজনের মাথার উপর দিয়ে দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে গোলরক্ষক সাজু আহমেদের ভুলে সুযোগ এসেছিল সুলেমানে দিয়াবাতের সামনেও, কিন্তু আচমকা পাওয়া সুযোগ লক্ষ্যভ্রষ্ট শটে নষ্ট করেন মালির এই ফরোয়ার্ড। সাজু আহমেদ ভুল শটে বল তুলে দিয়েছিলেন বক্সের ঠিক ওপরে থাকা দিয়াবাতের পায়ে। একটু পর মিনহাজ রাকিবের বাইসাইকেল কিক নেওয়ার চেষ্টায় বলের সাথে সংযোগ করতে পারেননি। বক্সে তার পাশেই থাকা দিয়াবাতেও ফ্লিকের চেষ্টা করেছিলেন, কিন্তু ঠিকঠাক হয়নি এই শটও। সুযোগ নষ্টের মিছিলে ৬২তম মিনিটে যোগ হয় মনসুর কুলদিয়াতির নামও। বক্সে অরক্ষিত থাকা বুরকিনা ফাসোর এই ফরোয়ার্ড যথেষ্ট সময় পেয়েছিলেন দেখে-শুনে শট নেওয়ার, কিন্তু তার শট বেরিয়ে যায় পোস্টের অনেক বাইরে দিয়ে! তিন মিনিট পর মোহামেডান সমর্থকদের স্তব্ধ করে দিয়ে ফকিরেরপুল এগিয়ে যায়। আকবির তুরায়েভের সাথে একবার বল দেওয়া নেওয়া করে বক্সের বেশ বাইরে থেকে উজবেকিস্তানের মিডফিল্ডার সার্দোর জাহোনোভের বুলেট গতির শটের নাগাল লাফিয়েও পাননি সুজন। ৭৪তম মিনিটে মোহামেডানের সৌরভ দেওয়ানের শট গোললাইন থেকে ফেরান নাইজেরিয়ান ডিফেন্ডার সেগুন টোপে ওডুডোয়া। এরপর ৮২তম মিনিটে আরিফ হোসেনের শট বাইরের জাল কাঁপায়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কুলদিয়াতির হেড দারুণভাবে সেভ করে ফকিরেরপুলকে জয়ের বন্দরে পৌঁছে দেন গোলকিপার বদলি গোলরক্ষক তৈয়ব সিদ্দিকী। শেষের বাঁশি বাজার আগে প্রতিপক্ষের বক্সে প্রচণ্ড চাপ দিলেও তৈয়বের প্রতিরোধ ভাঙতে পারেনি মোহামেডান। লীগে অজেয়যাত্রা থেমে যায় তাদের। আজ প্রথম লেগের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা আবাহনী। শেষ ম্যাচে আবাহনী জিতলে 
মোহামেডানের সঙ্গে তাদের ব্যবধান দাঁড়াবে ২ পয়েন্টে।  

এদিকে বাংলাদেশ পুলিশ এফসির কাছে ২-১ গোলে হেরেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ম্যাচের ২৫তম মিনিটে মাহমুদের গোলে লিড পায় রহমতগঞ্জ। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পুরান ঢাকার ক্লাবটি। ৩৬তম মিনিটে আল আমিনের গোলে ম্যাচে সমতায় ফেরে পুলিশ। ৬৮তম মিনিটে আল আমিন আরো এক গোল করলে ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে গত আসরে তৃতীয় হওয়া দলটি। এনিয়ে এবারের আসওে টানা তিন ম্যাচে হারলো রহমতগঞ্জ। এই হারে প্রথম লেগের ৯ ম্যাচ শেষে চতুর্থ স্থানে রহমতগঞ্জ। ১০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে বাংলাদেশ পুলিশ।

 

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status