ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাবান ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

পদত্যাগ করে দলে যোগ দিলে গ্রহণযোগ্যতা বেশি পাবে

স্টাফ রিপোর্টার
২৫ জানুয়ারি ২০২৫, শনিবারmzamin

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেখানে অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্রদের পক্ষ থেকে তিনজন উপদেষ্টা রয়েছেন। অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে সরকারে নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. নুরুল আমিন বেপারী মানবজমিনকে বলেন, ‘বিএনপি যে প্রশ্নটা তুলেছে সেটা হলো- অন্তর্বর্তী সরকারে যে ছাত্ররা আছেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। সেটা তারা দল গঠন করলেও।’
অর্থাৎ সরকারের বাইরে যারা আছেন তাদের নির্বাচনে অংশগ্রহণের যৌক্তিকতা আছে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। এদিকে ‘সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে’ বলে মন্তব্য করেছেন ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তথ্য উপদেষ্টা বলেন, ‘বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে।

ড. নুরুল আমিন বেপারী বলেন, ‘নিরপেক্ষ সরকার দরকার। প্রকৃতপক্ষে বাংলাদেশে কোনো সরকারই নিরপেক্ষ হয়নি।’ অন্তর্বর্তী সরকারের যারা আছেন তারা কি নিরপেক্ষ-প্রশ্ন রাখেন তিনি। বলেন, ‘তারা এনজিও করে। এনজিও আবার কার সঙ্গে জড়িত?। তারা হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও দাতা দেশগুলোর সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্রসহ ইউরোপিয়ান দেশগুলোর টাকা দিয়েই এই এনজিওগুলো চলে। 
ছাত্রদের দল গঠন প্রসঙ্গে নুরুল আমিন বেপারী বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত তিন ছাত্র বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন। তারাও দল গঠন করতে পারবেন। তবে তারা যদি পদত্যাগ করে দল গঠন করেন সেটা নিরপেক্ষ হবে। সেটা হলে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা বেশি পাবে।’ অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনে যদি তাদের সমর্থন করেন তাহলে সেটা কিংস পার্টি হয়ে যাবে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী।

পাঠকের মতামত

স্যারের ছবিটা আরও করতে পারতো ।

md.Dadon miah
২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ৯:২৩ পূর্বাহ্ন

===নমিনেশন জমা দেবার ৪৮ ঘন্টা আগে পদত্যাগ করলেই হলো /===

ostrich
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৮:৫৫ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status