খেলা
ফ্র্যাঞ্চাইজির কারণে টেস্ট দলে নেই সিকান্দার রাজা
স্পোর্টস ডেস্ক
(২ সপ্তাহ আগে) ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১২:৫৬ অপরাহ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী মাসের একমাত্র টেস্টে দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। আয়ারল্যান্ডের জিম্বাবুয়ে সফরের তারিখ নিশ্চিতের আগেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কথা দিয়ে রাখেন রাজা। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলে থাকবেন এই অলরাউন্ডার। সাদা বলের ছোট সংস্করণের ক্রিকেটে দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি।
ফেব্রুয়ারির ৬ থেকে ১০ তারিখ পর্যন্ত বুলাওয়েতে একমাত্র টেস্ট খেলবে আয়ারল্যান্ড দল। রাজা না থাকলেও অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামসের সুস্থ হয়ে ওঠায় স্বস্তি পাচ্ছে স্বাগতিকরা। ৩৮ বছর বয়সী এই জিম্বাবুইয়ান জায়গা পেয়েছেন টেস্ট ও ওয়ানডে স্কোয়াডে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকান বাঁহাতি এই ব্যাটার। এরপর সিরিজ চলাকালীন পিঠে চোট পান তিনি। টেস্ট দল থেকে ছিটকে গেছেন ডিয়ন মায়ার্স ও টাডিয়ানিশ মারুমানি। তাদের জায়গায় নতুন মুখ হিসাবে দলে এসেছেন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা ও টপ অর্ডার ব্যাটার নিকোলাস ওয়েলচ। তবে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন মায়ার্স। কিন্তু টপ অর্ডার এই ব্যাটারের সঙ্গে ওয়ানডে দলে জায়গা হয়নি জয়লর্ড গাম্বির। তাদের জায়গায় ঢুকেছেন ওয়েসলি মাদাভিয়ার ও নায়াশা মায়াভো। ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে আগামী ১৪, ১৬ ও ১৮ই ফেব্রুয়ারি। এরপর ২২, ২৩ ও ২৫শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই হবে হারারেতে।
জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড: ক্রেইগ এরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, জয়লর্ড গাম্বি, ট্রেভর গুয়ান্ডু, তাকুদজওয়ানিশ কাইটানো, ভিনসেন্ট মাসাকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারভা, নিউম্যান নিয়ামুরি, ভিক্টর নিয়াউচি, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।