খেলা
রিয়ালেই খুশি ভিনিসিয়ুস, বলছেন আনচেলোত্তি
স্পোর্টস ডেস্ক
(২ সপ্তাহ আগে) ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৩:২৩ অপরাহ্ন

স্প্যানিশ লা লিগার ম্যাচে আজ রিয়াল ভায়াদোলিদের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে জায়ান্ট দলের ফরোয়ার্ড ভিনিসিয়ুসকে নিয়ে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেসবের কথা উড়িয়ে দিলেন কোচ কার্লো আনচেলোত্তি। জানালেন, এখানেই ভালো আছেন ভিনি এবং রিয়ালের হয়েই ইতিহাস গড়তে চান।
নিষেধাজ্ঞার কারণে আজ ভায়াদোলিদের বিপক্ষে মাঠের বাইরে থাকবেন ভিনি। কিন্তু সংবাদ সম্মেলনে বেশিরভাগ প্রশ্ন আসলো তাকে নিয়েই। এর আগে এই ২৪ বছর বয়সীকে পাবার তালিকায় সবার ওপরে ছিল সৌদি আরব। গত বছর বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয় এ খবর। সম্প্রতি আবারও জানা যায়, গত মাসে ফের তার সঙ্গে যোগাযোগ করে সৌদি কর্তৃপক্ষ, জানায় তাদের আগ্রহটা এখনও আগের মতোই আছে। এ প্রসঙ্গে রিয়াল বস বলেন, ‘আমি যতদূর জানি, এবং আমার কাছে খেলোয়াড়দের থেকে আসা সরাসরি তথ্য রয়েছে যে সে এখানেই খুব খুশি। রিয়াল মাদ্রিদে ইতিহাস গড়তে চায়। এখানে আমরা খুশি এবং আমরা ইতিহাস গড়তে চাই।’ দলের জন্য ভিনির প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘মানুষ ভুলে গেছে যে, ভিনিসিয়ুসকে নিয়ে আমরা প্যারিসে (২০২২) ও লন্ডনে (২০২৪) চ্যাম্পিয়নস লীগ জিতেছি। মানুষ এটি ভুলে গেছে। একজন খেলোয়াড় হিসাবে তাকে নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।’ দলবদলে প্রসঙ্গে চ্যাম্পিয়নস লীগে নিজেদের শেষ ম্যাচের পর কথা বলেন ভিনি। ৫-১ গোলে জয়ের রাতে নিজেও করেন জোড়া গোল। ম্যাচের পর এই ২৪ বছর বয়সী বলেন, ‘আমার ভবিষ্যৎ? রিয়াল মাদ্রিদ। আমার পরবর্তী পদক্ষেপ হলো প্রতিনিয়ত নিজের খেলায় উন্নতির বিষয়টি মাথায় রাখা এবং বিশ্বের সবচেয়ে বড় এই ক্লাবটিকে সহায়তা করা। আমি এখানে আসার এবং অসাধারণ সব খেলোয়াড়দের সঙ্গে খেলার স্বপ্ন দেখতাম। এটিই আমার স্বপ্ন। আমি আরও বড় কিছু করতে চাই, দলের জার্সিতে আরও বেশি ট্রফি জিততে চাই।’
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭টি গোল করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দলে আসার পর ভিনির রিয়ালের পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে ভেবে এগোচ্ছে সৌদি কর্তৃপক্ষ। গত বছর ব্যালন ডি অর দৌড়ে দ্বিতীয় হন তিনি। পরে সেবছর জেতেন ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব।