বিনোদন
প্রথমবারের মতো
স্টাফ রিপোর্টার
৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। ৮২ বছর বয়সেও অভিনয় চালিয়ে যাচ্ছেন এই শিল্পী। মঞ্চ, টিভি নাটক, সিনেমা কিংবা বিজ্ঞাপনচিত্র সব ক্ষেত্রেই কাজ করেছেন তিনি। তার দীর্ঘ এই অভিনয় জীবনে অনেক সিনেমায় কাজ করলেও কখনো কোনো সিনেমার পোস্টারের মুখ হননি তিনি। কারণ পোস্টার হয় সাধারণত প্রধান চরিত্রের শিল্পীদের নিয়ে। ৭ই ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘দায়মুক্তি’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই সিনেমায় প্রথমবারের মতো পোস্টার জুড়ে দেখা গেছে আবুল হায়াতকে। বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘দায়মুক্তি’। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুস্মি রহমান। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক বদিউল আলম খোকন। সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক এবং সামাজিক গল্পের চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ দু’টি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান। আবুল হায়াত বলেন, প্রযোজক এবং পরিচালকের আগ্রহেই মূলত এই সিনেমায় কাজ করা। এ ছাড়া গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আশা করছি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।
পাঠকের মতামত
আমার জীবনের দেখা শ্রেষ্ঠ মিষ্টভাষী অভিনেতা আবুল হায়াত। তার দীর্ঘায়ু কামনা করছি
একজন সাদা মনের প্রতিভাবান মানুষ। এই আকালে তিনি আমাদের আলোর বাতিঘর! সুস্থ্য থাকুন ভালো থাকুন আবুল হায়াত
আমার প্রিয় অভিনেতা। দীর্ঘজীবি হউন।
একজন শক্তিমান অভিনেতার পাশাপাশি গুণী লেখকও। এসো নিপবনে খুব মিস করি।
আমার সবচেয়ে বেশি আপন মানুষ। এধরণের মানুষ কি আর দেখা যাবে ।।।।।❤️❤️❤️❤️
বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা। আপনি আমাদের বেঁচে থাকুন আরও অনেক দিন। এ কামনা করছি।
অনেক অনেক শুভেচ্ছা রইল। আবুল হায়াত নাম মানেই নতুন কিছু।