ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রমজান ১৪৪৬ হিঃ

বিনোদন

প্রথমবারের মতো

স্টাফ রিপোর্টার
৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারmzamin

দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। ৮২ বছর বয়সেও অভিনয় চালিয়ে যাচ্ছেন এই শিল্পী। মঞ্চ, টিভি নাটক, সিনেমা কিংবা বিজ্ঞাপনচিত্র সব ক্ষেত্রেই কাজ করেছেন তিনি। তার দীর্ঘ এই অভিনয় জীবনে অনেক সিনেমায় কাজ করলেও কখনো কোনো সিনেমার পোস্টারের মুখ হননি তিনি। কারণ পোস্টার হয় সাধারণত প্রধান চরিত্রের শিল্পীদের নিয়ে। ৭ই ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘দায়মুক্তি’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই সিনেমায় প্রথমবারের মতো পোস্টার জুড়ে দেখা গেছে আবুল হায়াতকে। বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘দায়মুক্তি’। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুস্মি রহমান। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক বদিউল আলম খোকন। সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক এবং সামাজিক গল্পের চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ দু’টি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান। আবুল হায়াত বলেন, প্রযোজক এবং পরিচালকের আগ্রহেই মূলত এই সিনেমায় কাজ করা। এ ছাড়া গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আশা করছি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।

পাঠকের মতামত

আমার জীবনের দেখা শ্রেষ্ঠ মিষ্টভাষী অভিনেতা আবুল হায়াত। তার দীর্ঘায়ু কামনা করছি

মোঃ আমিনুল ইসলাম
১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৮:৩৮ অপরাহ্ন

একজন সাদা ম‌নের প্রতিভাবান মানুষ। এই আকা‌লে তি‌নি আমা‌দের আলোর বা‌তিঘর! সুস্থ‌্য থাকুন ভা‌লো থাকুন আবুল হায়াত

বাদল খন্দকার
১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১১:৪৪ পূর্বাহ্ন

আমার প্রিয় অভিনেতা। দীর্ঘজীবি হউন।

Md. Abdus Sattar
৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১২:০২ অপরাহ্ন

একজন শক্তিমান অভিনেতার পাশাপাশি গুণী লেখকও। এসো নিপবনে খুব মিস করি।

হাসানুজ্জামান
৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৯:৫৮ পূর্বাহ্ন

আমার সবচেয়ে বেশি আপন মানুষ। এধরণের মানুষ কি আর দেখা যাবে ।।।।।❤️❤️❤️❤️

Anwarul Azam
৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১:৩২ পূর্বাহ্ন

বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা। আপনি আমাদের বেঁচে থাকুন আরও অনেক দিন। এ কামনা করছি।

Md.Mahmudul Kabir
৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১:১৭ পূর্বাহ্ন

অনেক অনেক শুভেচ্ছা রইল। আবুল হায়াত নাম মানেই নতুন কিছু।

Anwarul Azam
৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৪:৫১ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status