বিনোদন
প্রথার বিরুদ্ধে মিমি
বিনোদন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
ভিন্ন এক লুকে ধরা দিলেন মিমি চক্রবর্তী। সম্প্র্রতি তার ‘ডাইনি’ ওয়েব সিরিজের পোস্টার প্রকাশ্যে এসেছে। যেখানে মিমির মুখে রক্ত, হাতে কাটারি। সিরিজের পরিচালক নির্ঝর মিত্র বলেন, আমার সিরিজে ‘ডাইনি হত্যা প্রথা’র বিরোধিতা করতে চেয়েছি। এখনো রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বহু মহিলাকে ডাইনি অপবাদে হত্যা করা হয়। এই সিরিজে তারই বিরোধিতা করবেন মিমি।