ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

ভালোবাসার বিশেষ ‘পাঁচফোড়ন’ আজ

স্টাফ রিপোর্টার
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
mzamin

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারো এটিএন বাংলায় ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে বিশেষ ‘পাঁচফোড়ন’। ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে এই ‘পাঁচফোড়ন’। ভালোবাসা দিবসে অনেকেই প্রেমিকা বা স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান। তবে এক দম্পতি ভালোবাসার দিনটি কাটিয়ে দিলেন একান্ত সান্নিধ্যে, নিজের ঘরে। এই দিনে তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়েই গড়ে উঠেছে পাঁচফোড়ন’র গল্প। তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ফাঁকে আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোর্টিং। এবারের পাঁচফোড়নে স্বামী-স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। এবারের পাঁচফোড়নে মূল গান দু’টি। কবির বকুলের কথায় ফাল্গুনের রঙ ছড়ানো আর একটি ভালোবাসার গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। অন্য দ্বৈত সংগীত গেয়েছেন শিল্পী কমল ও তানজিনা রুমা। গানটির কথা লিখেছেন গীতিকবি মনিরুজ্জামান পলাশ, সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ। এ ছাড়াও রয়েছে ভালোবাসার উপর চমৎকার মিউজিক্যাল পুঁথি। এতে অংশগ্রহণ করেছেন প্রায় অর্ধশত শিল্পী। পেশায় চিকিৎসক ডা. এম এ মান্নানের পাখি প্রেমের উপর রয়েছে ভিন্ন ধরনের প্রতিবেদন। যশোরের খেজুরের যশ ও ঐতিহ্য রক্ষা এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের কাজী মাওলানা ফারুক হোসেন। এই অভিনব উদ্যোগের উপর রয়েছে প্রতিবেদন। রয়েছে ভালোবাসার উপর বিভিন্ন আঙ্গিকে মজাদার নাট্যাংশ। অভিনয় করেছেন পাঁচফোড়ন’র নিয়মিত শিল্পীরা। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে আজ রাত ৭টা ৫০ মিনিটে। পরিবেশিত হবে কেয়া কসমেটিক্‌স লিমিটেডের সৌজন্যে। ‘পাঁচফোড়ন’ নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status