খেলা
তায়কোয়ান্দো কক্সবাজারে
স্পোর্টস রিপোর্টার
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবারতারুণ্যের উৎসবে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে তায়কোয়ান্দোর বর্ণাঢ্য র্যালি ও প্রতিযোগিতা। গতকাল কক্সবাজারের ইনডোর স্টেডিয়ামে জেলার বিভিন্ন ক্লাব, স্কুল ও কলেজের প্রায় ছয়শ’জন ক্রীড়াবিদ অংশ নেন। যার মধ্যে ৩৫০ জন পুরুষ ও ২৫০ জন মেয়ে রয়েছে। প্রতিযোগিতায় পুরুষ জুনিয়র ফাইটে অনূর্ধ্ব-৪৫ ও ৫০ ও উর্ধ্ব ৫৫ কেজি এবং মেয়েদের অনূর্ধ্ব-৪২ ও ৪৪ এবং উর্ধ্ব-৪৬ কেজি ওজন শ্রেণীতে খেলাগুলো অনুষ্ঠিত হয়। এছাড়া পুমসে ডিসিপ্লিনের বিভিন্ন ক্যাটাগরিতেও খেলেন তায়কোয়ান্দোকারা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ ও ফেডারেশনের সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।