খেলা
অসুস্থতায় ক্রিকেট ছাড়লেন বিশ্বকাপজয়ী নাবিল
স্পোর্টস রিপোর্টার
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অর্জন ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। শিরোপাজয়ী ওই দলের সদস্য ছিলেন ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। শারীরিক কারণে সেই নাবিল সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন। গতকাল ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন খুলনার এই ক্রিকেটার। বেশ আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন নাবিল। যে কারণে ক্রিকেট চালিয়ে যাওয়া কঠিন হয়ে পরছিল তার জন্য। গেল ৬ মাস আগে থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ভাবছিলেন নাবিল। মাস তিনেক আগে বিষয়টি নিয়ে নির্বাচকদের সঙ্গেও কথা বলেন আকবর শরিফুলের এই সতীর্থ। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন নাবিল। জানিয়েছেন, নিয়মিত ক্লাস-পরীক্ষাতেও অংশ নিচ্ছেন তিনি। গত বছর মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট এবং এর আগে ২০২৩ সালে দক্ষিণাঞ্চলের হয়ে বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ও খুলনা বিভাগের হয়ে জাতী ক্রিকেট লীগে অংশ নিয়েছিলেন নাবিল। সবমিলিয়ে প্রথম শ্রেণির ৭ ম্যাচে ৩০৫ এবং লিস্ট ‘এ’ শ্রেণির ২৮ ম্যাচে ৬৩৩ রান করেছেন বাঁ-হাতি এই ওপেনার।