ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রমজান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

আইন উপদেষ্টার বক্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ প্রকাশ

স্টাফ রিপোর্টার
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

আন্তার্জাতিক ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন এবং বাহিরের কেউ যেন রায়ের সময়সীমা নিয়ে মন্তব্য না করে সে নিদের্শনা দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও গুমের মামলায় এনটিএমসি’র সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কারাগারে এবং রামপুরায় নির্বিচারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুলের জুলাই হত্যাকাণ্ড মামলার রায় প্রকাশের সময় নিয়ে করা বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে ট্রাইব্যুনাল মন্তব্য করেন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার একটি বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন। ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম নিয়ে কেউ মন্তব্য করুক- এটা ট্রাইব্যুনাল পছন্দ করে না। যারা বিচার কার্যের সময়সীমা নিয়ে মন্তব্য করছেন, তাদের বলে দিতে যেন ভবিষ্যতে এ ধরনের মন্তব্য না করে। যদি এ ধরনের মন্তব্য করা হয় তাহলে ট্রাইব্যুনাল আইনগত ব্যবস্থা নেবেন। এছাড়াও তিনি বলেন, ট্রাইব্যুনাল কারও ধার ধারে না। আমরা কারও কথাও শুনবো না। এ ধরনের বক্তব্য বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি করবে বলে জানান ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেছেন, যেখানে মামলার তদন্তই শেষ হয়নি তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে। এ ধরনের মন্তব্য আসতে থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। 
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, জুলাই-আগস্টে রামপুরায় নির্বিচারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি জানান, এই মামলায় ইতিমধ্যে ৩ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তার মধ্যে চঞ্চল চন্দ্র্র সরকার গ্রেপ্তার আছে। এই ঘটনায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগে আরও ২ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করলে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে পরোয়ানা জারি করেছেন। ট্রাইব্যুনালের বিভিন্ন মামলার তদন্ত প্রতিবেদন সম্পর্কে তামিম বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে। শিগগিরই কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাবো বলে জানান তিনি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status