বাংলারজমিন
রাণীশংকৈলে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবারঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব। গত মঙ্গলবার সন্ধ্যায় বাচোর ইউনিয়নের চোপড়া গ্রামে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে। এর দৈর্ঘ্য ১৩ ইঞ্চি, প্রস' ৬.৫ ইঞ্চি, ওজন ৩ কেজি ৩০০ গ্রাম। এ সময় আকবর আলী (৫০) নাম এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি চোপড়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে ।
র্যাব জানায়, ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে উপজেলার চোপড়া গ্রামের একটি বাড়িতে মূর্তি রাখা হয়েছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে। এ সময় একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ আকবর আলীকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয় । এ বিষয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর হয়েছে। রাণীশংকৈল থানার ওসি মু. আরশেদুল হক বলেন, র্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। বুধবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। কষ্টি পাথরটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সরকারি কোষাগাড়ে পাঠানো হয়েছে।