বিনোদন
নতুন অধ্যায়ে প্রিয়াংকা
স্টাফ রিপোর্টার
১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার
চলতি প্রজন্মের কণ্ঠশিল্পী শবনম প্রিয়াংকা জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। দীর্ঘদিনের মনের মানুষকে বিয়ে করেছেন তিনি। তার বরের নাম হৃদয় মাহমুদ। তার গ্রামের বাড়ি চাঁদপুর। হৃদয় বর্তমানে একটি কোম্পানির এসিসট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত। প্রিয়াংকা ও হৃদয় দু’জনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। এদিকে ৬ই ফেব্রুয়ারি গায়ে হলুদের পর ধানমণ্ডির একটি কনভেনশন হলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরদিন হয়েছে রিসেপশন অনুষ্ঠান। দুই পরিবারের মানুষ, আত্মীয়স্বজনরা প্রিয়াংকা-হৃদয়ের বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ে প্রসঙ্গে প্রিয়াংকা বলেন, আমাদের অনেক বছরের সম্পর্ক। অবশেষে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে সম্পন্ন হলো। এটা একেবারেই নতুন একটি অধ্যায় জীবনের। সবাই দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি। এদিকে সুকণ্ঠী হিসেবে এরইমধ্যে সংগীতাঙ্গনে পরিচিতি পেয়েছেন প্রিয়াংকা। নতুন গান, স্টেজ শো ও টিভি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত তিনি। এর মধ্যে প্রায় ৩০টি মৌলিক গান প্রকাশ হয়েছে এ গায়িকার। প্রথম একক অ্যালবাম লেজারভিশনের ব্যানারে প্রকাশ হয় ২০১৫ সালে।