ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিবিধ

নারীর ক্ষমতায়নে তাপসীকে হয়রানি না করার আহ্বান ফ্রিডম ইন্টারন্যাশনাল ’র

স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ৭:৫২ অপরাহ্ন

mzamin

বাংলাদেশসহ পৃথিবীর ১৩০টি দেশে কাজ করে আন্তর্জাতিক মাদক বিরোধী সংগঠন ফ্রিডম ইন্টারন্যাশনাল এন্টি অ্যালকোহল। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক মাদক বিরোধী এই সংগঠনটির সেন্ট্রাল প্রেসিডেন্ট ড. মো. আনোয়ার হোসেন এক ভিডিও বার্তায় বলেছেন, বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়ন নিয়ে আওয়াজ পরিলক্ষিত হলেও, তৃতীয় বিশ্বের কর্মজীবী নারীরা এখনো অনেকটা নিগৃহীত অবস্থায় রয়েছে। 
যেমন বাংলাদেশের একজন কর্মজীবী নারী তাপসী তাবাসসুম উর্মি মাত্র কয়েকটি শব্দ ফেসবুকে পোস্ট করার দায়ে তার বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। একই সঙ্গে নবীন এবং অনভিজ্ঞ একজন কর্মচারীর বিরুদ্ধে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞাসহ সাত ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। 
ফ্রিডম ইন্টারন্যাশনালের সেন্ট্রাল ওয়েবসাইটে   (www.freedomintl.org)  প্রকাশ করা ওই ভিডিও বার্তায় আনোয়ার হোসেন বলেছেন, যেখানে বাংলাদেশে হাজারো মামলা বছরব্যাপী অলস পড়ে রয়েছে। একেকজন খুনি চার্জ গঠন তো দূরে কথা ২০ বছর প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছেন। সেখানে একটা সাধারণ মামলায় শুনানির দ্বিতীয় তারিখেই তাপসীর বিরুদ্ধে চার্জ গঠনের তৎপরতা ও পরিলক্ষিত হয়েছে। এমনকি দ্বিতীয় তারিখের পর মাত্র ছয় দিনের ব্যবধানে শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। তাই তিনি এ মামলাটি বাংলাদেশের চলমান অন্যান্য মামলার ন্যায় স্বাভাবিক গতিতে চালাতে ও নারীর ক্ষমতায়নে উৎসাহ প্রদান করতে তাপসী তাবাসসুম উর্মিকে হয়রানি না করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানান তিনি। 
একই সঙ্গে ফ্রিডম ইন্টারন্যাশনালের এই প্রেসিডেন্ট বিশ্বব্যাপী কর্মজীবী নারীর হয়রানি বন্ধে তার অধীন্থ ফ্রিডম ইন্টারন্যাশনালের ১৩০টি দেশের শাখাগুলোকে সক্রিয় হওয়ার নির্দেশনা দেন।  

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status