ঢাকা, ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিবিধ

দেশের বাজারে ডিপল এস০০৭ এবং এল০০৭ মডেলের সেডান গাড়ি

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১ মার্চ ২০২৫, শনিবার, ৯:২৯ অপরাহ্ন

mzamin

দেশের গাড়ি শিল্পে বৈচিত্র্য আনতে এবং স্থানীয় গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে গাড়ি সরবরাহ করতে বাংলাদেশে বিশ্বমানের নতুন সেডান গাড়ির সংযোজন শুরু হয়েছে। চাঙ্গান অটোমোবাইলসের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ডিএইচএস অটোস লিমিটেড উন্মোচন করেছে ডিপল এস০০৭ এবং এল০০৭ মডেলের সেডান গাড়ি। এর ফলে দেশের বাজারে সম্ভাবনা বাড়ছে বৈদ্যুতিক গাড়ি বৃদ্ধির। শনিবার পূর্বাচলের শালবন স্পোর্টস গ্রাউন্ডে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই আকর্ষণীয় গাড়ির মডেল উন্মোচিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএইচএস অটোসের সিইও ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশিদ, হেড অব সেলস ফারহান সামাদ, বাংলাদেশের প্রথম মহিলা এফআইএ-সার্টিফায়েড রেসিং ড্রাইভার কাশফিয়া আরফা এবং ঢাকার অটোমোটিভ কমিউনিটির সদস্যরা। তারা বলেন, ডিপল এস০০৭ একটি মাঝারি আকারের এসইউভি। এটি চাঙ্গানের বৈদ্যুতিক যানবাহন সহায়ক প্রতিষ্ঠান ডিপাল দ্বারা উৎপাদিত। এটি ইতালির তুরিনে একটি বহুজাতিক ডিজাইনার দলের দ্বারা ডিজাইন করা হয়েছে, যারা পূর্বে শীর্ষস্থানীয় ইউরোপীয় ও জাপানি ব্র্যান্ডের এস০০৭-এ রয়েছে একটি মসৃণ বাহ্যিক ডিজাইন এবং বিলাসবহুল ইয়টের আদলে অভ্যন্তরীণ সজ্জা। এতে রয়েছে স্মার্ট ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্মার্ট কেবিন কন্ট্রোল, অভ্যন্তরীণ আসন ব্যবস্থা এবং আরামদায়ক ও বিলাসবহুল যাত্রার জন্য পর্যাপ্ত স্থান।
ডিএইচএস অটোসের সিইও ইমরান জামান খান বলেন, ডিপল এস০০৭, একই ডিজাইনার দলের দ্বারা তৈরি একটি মাঝারি আকারের সেডান, বিলাসবহুল এই গাড়ির বাহ্যিক ডিজাইনও আকর্ষণীয়। এর রয়েছে শক্তিশালী মোটর, যা পারফরম্যান্স প্রেমীদের আকর্ষণ করবে। ইমরান জামান খান উল্লেখ করেন, গ্রাহকদের সুবিধার্থে ডিএইচএস অটোস বিস্তৃত বিক্রয় পরবর্তী সেবা প্রদান করছে, যার মধ্যে রয়েছে সহজলভ্য সার্ভিসিং এবং একটি বিস্তৃত শিল্প-নেতৃস্থানীয় ওয়ারেন্টি প্যাকেজ, যা নির্বাচিত কম্পোনেন্টের উপর ৮ বছরের পর্যন্ত কভারেজ প্রদান করে।
ডিএইচএস অটোসের জিএম আরমান রশিদ বলেন, আমরা গর্বিত যে, ডিএইচএস অটোস লিমিটেড বাংলাদেশের ইভি বাজারের অগ্রণী সংস্থাগুলোর মধ্যে অন্যতম। নিকট ভবিষ্যতে ডিপালের আরো আকর্ষণীয় মডেলগুলো বাংলাদেশে নিয়ে আসার প্রত্যাশা করছি আমরা। ডিএইচএস অটোস বাংলাদেশের চার্জিং অবকাঠামোর উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে, যা একটি বৈদ্যুতিক ভবিষ্যতের পথ তৈরি করছে।
ডিপল এস০০৭ এবং এল০০৭ -এর আসন্ন লঞ্চের সাথে, বাংলাদেশি ভোক্তারা উন্নত বৈদ্যুতিক যানবাহনগুলিতে প্রবেশাধিকার পাবেন যা আধুনিক ডিজাইন এবং উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে গঠিত, যা দেশের পরিবেশবান্ধব পরিবহণ সমাধানের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করে, যা সরকারের পরিবেশবান্ধব পরিবহণ পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ।
ডিপল এস০০৭ এবং এল০০৭ আজ থেকেই ডিএইচএস অটোসের শোরুমে (২৪৬ বীর উত্তম মীর শওকত সড়ক, ঢাকা) প্রদর্শন ও ক্রয়ের জন্য পাওয়া যাবে।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status