বিবিধ
বিশ্ব কিডনি দিবসে ল্যাবএইডের বিশেষ আযোজন
(১ মাস আগে) ১৫ মার্চ ২০২৫, শনিবার, ১২:১৬ অপরাহ্ন

‘দ্রুত নির্ণয় করুন, কিডনী সুরক্ষা করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল-এ বিশ্ব কিডনি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায়, ল্যাবএইড হাসপাতালে এক সেমিনারের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন হাসপাতালের স্বনামধন্য অধ্যাপকশন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মোহাম্মদ রফিকুল আলম, বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা. আছিয়া খানম। অধিবেশনে চেয়ারম্যান ছিলেন ডাঃ আবদুজ জাহের। প্যানেল অফ এক্সপার্ট হিসেবে ছিলেন- ডাঃ মো. মনিরুজ্জামান ও ডা. এ.এস.এম. জুলফিকার হেলাল। সেমিনারে কিডনি রোগের কারণ, লক্ষণ ও প্রতিকারের উপর প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ মো. মনিরুজ্জামান এবং কিডনি রোগ ও বন্ধ্যাত্বের উপর প্রবন্ধ উপস্থাপন করেন ডা. এ.এস.এম. জুলফিকার হেলাল। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রি. জে. (অব.) প্রফেসর ডা. সুভাষ চন্দ্র রায়। ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ, অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে ল্যাবএইড হাসপাতালের হেড অব অপারেশন ইফতেখার আহমেদ সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল থেকে শুরু হয়ে গ্রিনরোড মিরপুর রোড ঘুরে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের সামনে এসে শেষ হয়।