বিবিধ
রমজান মাসজুড়ে কম মূল্যে নাবিল গ্রুপের পণ্য বিক্রি
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩৯ পূর্বাহ্ন

রমজানে সকল পণ্য কম দামে বিক্রি করছে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রথম রমজানের দিন থেকে কম দামে বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
নাবিল গ্রুপ জানায়, প্রথম রমজান থেকে চাল ও তেলসহ নানা পণ্য ক্রেতারা হ্রাসকৃত মূল্যে কিনতে পারছেন। এই সুযোগ মিলবে রমজান মাসের শেষ দিন পর্যন্ত।
নাবিল গ্রুপের কনজুমার বিভাগের জেনারেল ম্যানেজার আবিদ হোসেন খান বলেন, ‘হ্রাসকৃত মূল্যের পণ্য চাইলেও ডিলাররা বেশি দামে বেচতে পারবেন না, কারণ প্রতিটি প্যাকেটেই হ্রাসকৃত দাম লিখে দেওয়া হয়েছে। ফলে প্রকৃত ক্রেতারাই এই সুবিধা পাবেন।’
নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. জাহান বকস্ মন্ডল বলেন, ‘পবিত্র রমজান মাসে ধনী-গরিব সবার পরিবারেরই প্রাত্যহিক খরচ বেড়ে যায়। সেই দিকে লক্ষ্য রেখে গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে নাবিল গ্রুপ। এছাড়া হ্র্রাসকৃত মূল্যে পণ্য বিক্রির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্তসহ সকলের কম খরচে পণ্য ক্রয়ের সুযোগ করে দিয়েছে।’ তিনি জানান, নাবিল গ্রুপের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশের খাদ্য ও কৃষিপণ্য সরবরাহ ও প্রক্রিয়াজাতকরণে এক যুগের বেশি সময় ধরে বিশেষ ভূমিকা পালন করছে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। দেশের অন্যতম বৃহৎ এই ব্যবসায়ী গ্রুপ গম, মসুর ডাল, মটর ডাল, সয়াবিনসহ বেশ কয়েকটি পণ্যেও দেশের অন্যতম বড় আমদানিকারক।
২০০৬ সালে মাত্র ৫ লাখ টাকা পুঁজি নিয়ে যাত্রা শুরু করা এ ব্যবসায়ী গ্রুপটি এখন দেশের চতুর্থ শীর্ষ খাদ্যপণ্য আমদানিকারক। এছাড়া তারা কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণেও নেতৃত্ব দিচ্ছে। দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতকরণে অবদান রাখছে গ্রুপটি। বিপুল কর্মসংস্থান ও মানসম্মত পণ্য উৎপাদনের কারণে বর্তমানে আলোচনায় এসেছে দেশের অন্যতম বৃহৎ এ শিল্পগ্রুপ।