ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

ঈদে বৈশাখী টিভিতে ২৭ নাটক

স্টাফ রিপোর্টার
২১ মার্চ ২০২৫, শুক্রবার
mzamin

ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে এবার ২৭টি নাটক। এর মধ্যে রয়েছে- ১৫টি একক, সাত পর্বের ৫টি ধারাবাহিক এবং সাতটি মেগা নাটক। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে এবং ৯টা ৫৫ মিনিটে। এর বাইরে চাঁদ রাতে ১০টায় প্রচার হবে নাজিমউদ্দিন পাপ্পুর রচনা ও পরিচালনায় একক নাটক ‘গহীনে বিজয়’। অভিনয়ে- বিজরী বরকতউল্লাহ্‌ ও ইন্তেখাব দিনার। বাকি ১৪টি একক নাটকের মধ্যে- মোশারফ করিম-তানিয়া বৃষ্টি অভিনীত ‘টোনাটুনির সংসার’, খায়রুল বাসার-সাফা কবির অভিনীত ‘প্রেম অথবা মায়া’, তৌসিফ-কেয়া পায়েল অভিনীত ‘কামিনা আমিনা’, খায়রুল বাসার-তানজিন তিশা অভিনীত ‘মন খারাপের ঘর’, মোশাররফ করিম-রোবেনা জুঁই অভিনীত ‘প্যারা আজমল’, রাশেদ সীমান্ত-অলংকার চৌধুরী অভিনীত ‘প্রেমের ফুল ফোটে না’, নিলয়-হিমি অভিনীত ‘অকর্মা’, জোভান-কেয়া পায়েল অভিনীত ‘ডাকাতিয়া প্রেম’, জোভান-তানজিন তিশা অভিনীত ‘স্বপ্নের শেষ ঠিকানা’, মোশাররফ করিম-প্রভা অভিনীত ‘সেইম সেইম’, আফজাল হোসেন-সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘কোনো একদিন’, রাশেদ সীমান্ত-ফারজানা আহসান মিহি অভিনীত ‘আফ্রিকান পরিবার’, শ্যামল মাওলা-মাইমুনা মম অভিনীত ‘অভাবের সংসার’ এবং জাহের আলভী-মায়শা প্রাপ্তি অভিনীত ‘আমার কোনো গার্লফ্রেন্ড নাই’। ঈদের পাঁচটি সাত পর্বের ধারাবাহিক হলো- রাশেদ সীমান্ত-অহনা অভিনীত ‘লন্ডনী জামাই’, জাহের আলভী-মিহি অভিনীত ‘মানি লোকের মান’, কাজী হায়াৎ, ওমর সানী, ডন অভিনীত ‘ব্ল্যাকমানি’, মীর সাব্বির, শমী অভিনীত নাটক। এ ছাড়াও রয়েছে সাতটি মেগা নাটক।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status