অনলাইন
হাসনাতের ফেসবুক পোস্ট নিয়ে ব্যাপক তোলপাড়
মানবজমিন ডিজিটাল
(২ সপ্তাহ আগে) ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। বৃহস্পতিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি পোস্টটি করেন।
তার পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
'১১ই মার্চ,সময় দুপুর ২:৩০।
কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে, 'রিফাইন্ড আওয়ামী লীগ' নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে।
আমি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ১১ই মার্চ দুপুর ২:৩০এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয়- ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে - তারা শর্তসাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগসহ একাধিক বিরোধী দল থাকা না-কি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুইদিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে।
আমাদেরকে আরো বলা হয়-রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে, তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে।
আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন।
এর উত্তরে আমাদের বলা হয়, আওয়ামী লীগকে ফিরতে কোন ধরণের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে, তার দায়ভার আমাদের নিতে হবে এবং 'আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক'।
আলোচনার এক পর্যায় বলি-যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন! অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে,' ইউ পিপল নো নাথিং। ইউ ল্যাক উইজডোম এন্ড এক্সপিরিয়েন্স। উই আর ইন দিজ সার্ভিস ফর এটলিস্ট ফোর্টি ইয়ার্স।তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া 'ইনক্লুসিভ' ইলেকশন হবে না।'
উত্তরে বলি, 'আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি হতে পারে না।আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে, তার দায়ভার আপনাদের নিতে হবে'।
পরে- মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়।

জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেককিছু করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরণের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেয়া হয়েছে। আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরেই আস্থা রেখেছি। আপনাদের সাথে নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি।
আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই। এ পোস্ট দেওয়ার পর আমার কী হবে আমি জানি না। নানামুখী প্রেশারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোন ধরণের আপোষ করার সুযোগ নাই।
জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্রও আমরা উড়িয়ে দিতে পারবো।
আসুন, সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দিবো না। ৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোন সুযোগ নাই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে'।
পাঠকের মতামত
Good news
100% right, tumader shate cilam asi & Thakbo InSha Allah
এরা কারা প্রকাশ করুন। আমরা আবার জীবন দিতে প্রস্তুত। আমার একটা জীবনের বিনিময়ে দেশের কোটি মানুষ সুখে থাকবে এটাই বড় পাওয়া।
হাসনাত এর এই বক্তব্য যদি সঠিক হয় তাহলে যে বা যারা তাকে এই প্রস্তাব দিয়েছে তাদের নাম-পরিচয় প্রকাশের দাবী জানাচ্ছি। অন্যথায় মনে করবো রাজনৈতিক উদ্দেশ্যে এটা একধরণের স্ট্যান্ডবাজি।
হাসনাত, তোমাকে অভিবাদন।
হাসানাত এগিয়ে যাও তাওয়াক্কালতু আলাল্লাহ,জুলুমের সাথে আপস নেই।
হাসনাতকে সমর্থন করছি। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল। খুনি দের সাথে কোন আপস নেই, আমরা সবাই হাসনাত।
যারাই এই রাজনীতির সঙ্গে আপোস করবে বা করার চিন্তা করছেন অতিদ্রুত তাদের নাম জাতির সামনে তুলে ধরতে হবে তাহলে জাতিই এদের বিরুদ্ধে অক্য বদ্ধ ভাবে কঠিন সিদ্ধান্ত নিয়ে জাতির সামনে হাজির হবে, জাতি এদের চিন্তে হবে। ধন্যবাদ।
আওয়ামী লীগ মানে জাহান্নাম, আমরা আর এটা চাই না। লাল সালাম, হাসনাত। এগিয়ে যাও।
স্যালুট জানাই হাসনাত আবদুল্লাহকে, এ জাতি আপনাদের কাছে ঋণী। আপনারা এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে নিজেদের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করেছেন। এখনো সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। নতুন বিয়ে করেছেন, কিন্তু প্রিয়তমা স্ত্রী কিংবা অনাগত সন্তানের দিকে তাকিয়ে একবারের জন্যেও পিছু হটেননি। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে এর জন্য উত্তম প্রতিদান দান করুক, আমিন। আর নিজেদের অতীতের মুরুব্বী বিএনপির মত রাজনীতিবিদদের জন্য আমরা লজ্জিত। ঘৃণা হয় নিজেদের প্রতি কারণ আমরা (এই জাতি) আপনাদের যথাযোগ্য মর্যাদা দিতে পারিনি। উনারা বিপ্লব এবং বিপ্লবীদের সম্মান না করে কেবল নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়েছেন। বিপ্লব সফল হোক, দীর্ঘজীবী হোক, ইনকিলাব জিন্দাবাদ।
আওয়ামীলীগ নিপাত যাক। তরুণরা উঠে আসুক। সেনাপ্রধানের পদচ্যুতি চাই
ওহে হাসনাত,তুমি মনে করোনা তুমি একা, আমরাও তোমার মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ
May Allah SWT protect you. InshaAllah the whole Bangladesh is with you. Long live Real Patriot Hasnat Abdullah.
চোখের সামনে বাঘের হুঙ্কার দেখি নাই, কিন্তু হাসনাত কে দেখেছি! সাব্বাস, এগিয়ে যাও.....।
ফ্যাসিস্ট বাল (BAL) এর লোকজনের তাদের ফ্যাসিস্ট অবস্থান থেকে পদত্যাগ করা উচিত।
অলরেডী রিজভী সাহেব আওয়ামীলীগের পক্ষে বয়ান দেওয়া শুরু করছে
হাসনাত এবং তার সহ যোদ্ধাদের কে জাতীয় বীর ঘোষনা করা হোক, কারন, সন্ত্রাসী আওয়ামী লীগের ব্যাপারে, সর্বদা আপষহীন। সব সময় সত্য কে সামনে তুলে ধরে। নানা দিক থেকে নানা রকম অফার আসে, তারা যে কোনো আপষে, মাথা নত করে না, তাদের কে আমার পক্ষ থেকে, জাতীয় বীর ঘোষনা করলাম।
ভারতীয় কোন প্রেতাত্মার বাংলাদেশে আর বিন্দুমাত্র স্থান নাই। নাই মানে নাই। লাখ লাখ হাসনাতদের সাথে এবার তাদের পিতৃস্থানিয়রা ও মাতৃস্থানিয়রাও মাঠে ময়দানে রাজপথে থাকবে। বয়কট ভারত। ভারতীয় দালাল। বয়কট আওয়ামী লীগ ফর এভার।
যতই প্রপাগাণ্ডা চলুক, ছাত্রদের আসল রুপ কিন্তু........
আমরা সবাই হাসনাত
তরুণ্য কখনো মাথা নত করে না। সাবাস।
আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো।
একজন সত্যিকারের রাজনৈতিক নেতা হতে হলে আদর্শ প্রতিষ্ঠায় মৃত্যুকে আলিঙ্গন করার দুর্বার সাহস থাকতে হবে, হাসনাত আব্দুল্লাহ সেই বিপ্লবী মহা বীর এমন বীর এদেশে খুবই বিরল ! আপনি আমাদের প্রত্যাশিত মহান নেতা |
আওয়ামী লীগ মানে জাহান্নাম, আর আমরা জান্নাতে থাকতে চাই। সুতরাং আওয়ামী নামের জাহান্নামকে আমরা এদেশে আর কখনো ফেরত চাই না - লাউড এন্ড ক্লিয়ার।
পবিত্র ভূমি মক্কায় বসে আপানাদের জন্য দোয়া করতেছি। ইনশাআল্লাহ বাংলাদেশ ভালো পথে যাবে। দেশে গিয়ে যাবে ও রাহু মুক্ত থাকবে।
কচি বয়স তো বেচারা বুঝতেছ না ঠিকই বুঝবা
আমার পোস্ট ছাপে না। তারপর ও লিখি।সাবাস ! হাসনাত।
Wonderful Hasnat. Allah grant you a long life for the betterment Bangadeshi Muslim. We are proud of you Hasnat
তা যদি সত্যি হয়ে থেকে তাহলে প্রয়োজনে সবাই-ই হাসনাত হবে
ভয় পাবেন না কাউকেই আল্লাহ তায়ালা ছাড়া। ভয়ের উর্দ্ধে চলে যেতে হবে।
আওয়ামী লীগকে আমি ঘৃণা করি।ঘৃণা করি তাদের অতীতের কর্মকাণ্ডের জন্য।আমি মনে করি,আওয়ামী লীগকে অন্তত দুই টার্ম নিষিদ্ধ করা উচিৎ।তাদের নিষিদ্ধ না করলেও তারা নিজে নিজেই একদিন নিষিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।তারা যেই অত্যাচার,নির্যাতন করেছে সেটার জন্য আমার রবই যথেষ্ট।
Hasnat, Salute!
নির্লোভী ও সাহসীদের সাথে জনগণ আছে। এই অকুতোভয় দুঃসাহসী সৈনিকদের জানাই আন্তরিক অভিনন্দন ।
stand for Hasnat
বাংলার বুকে আপনার মত নতুন একজন নেতা পেয়ে খুবই আনন্দিত,,
ভয় নাই কমরেড। আমরা আছি তোমাদের সাথে। রোহিঙ্গার পুনর্বাসন হবে না এই পবিত্র ভুমিতে।
সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে চুড়ান্ত লক্ষ্য অর্জনে এগিয়ে যান। আমরা সবাই আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ
ফ্যাসিস্ট হাসিনা যতো অপরাধই করে থাকুক না কেন ( যার বিচার হওয়া উচিত) আওয়ামী লীগ এখনো বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর। নৌকা মার্কা ভোটের মাঠের সবচাইতে বড় মার্কা । আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন হলে দেশের ভোটারদের একটি বিরাট অংশ ভোটের বাইরে থাকবে । এবং সেই নির্বাচনে যারাই জিতুক তারা এক মেয়াদও টিকতে পারবে না। ২০১৪,২০১৮ এবং ২০২৪ এর নির্বাচন মানুষের কাছে বৈধতা পায়নি কারন বিএনপি ছিল সেই প্রক্রিয়ার বাইরে। তাই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন ও টেকশই গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শর্ত থাকতে হবে আওয়ামী নেতৃত্বে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও শেখ পরিবার থাকতে পারবে না। নতুন নেতৃত্বকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং জনগনের কাছে তারা একটি ঘোষনা পত্র দেবে যে তারা গনতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবে এবং আওয়ামী লীগের অপরাধীদের বিচারকে তারা বাধাগ্রস্থ করবে না। আমি আবারও বলছি, আওয়ামী লীগ হীন নির্বাচন দেশকে অস্থিতিশীল করবে।
আমরা আছি সত্যের পক্ষে । লীগের কোন ছাড় নেই
এগিয়ে যাও হাসনাত,ইনশাআল্লাহ আমরা জিতবোই। সব কিসু ভারতের ইন্দোনে, হার মানলে বাংলাদেশ আবার পরাধীন হয়ে যাবে যা মেনে নেয়া সম্ভব না।
No more BAL in Bangladesh. Fascist BAL'S people should resign from their FASCIST position.
বিএনপি জামাতও যেন একই পদক্ষেপ নেয়
বিপ্লব পরবর্তী ইতিহাস খুব সুখকর নয়! বিশ্বাস অবিশ্বাসের ঝড় বিপ্লবী জোটকে ছত্রভঙ্গ করে দিতে পারলেই তৃতীয়পক্ষ প্রতিবিপ্লব সফল করে নেয়। বাংলাদেশের ভবিসত কি হতে চলছে জানি না তবে আবাদত বাংলাদেশের আকাশে শুকুনের আনাগোনা বেড়েছে। অবিশ্বাসের বাতাস বইছে! এটা তো ঠিক বাংলাদেশিরা আন্দোলন করতে জানে,হাসি মুখে মরতে পারে, শেষ রক্তবিন্দু দিয়ে ইতিহাস লিখতে পারে। সময় এখন দেশপ্রেমিকদেের ঐক্য আর ধীরচিত্ত সিদ্ধান্ত।
নির্ভীক ছেলে।
কোনো ছাড় দিবেনা। মনে রেখ ধুর্ত শৃগালের মত ১০০ বছর বাঁচার চাইতে বাঘের মত ১ দিন বাঁচা শ্রেয়। দেশের সিংহ ভাগ মানুষ তোমাদের সাথে আছে।
No Compromise with fascist Awami League and India. We are know all the Devil living in the India.
Go ahead Hasnat Abdullah. we are always with you, with NCP and With Bangladesh.
সেলুট তোমাকে। পরামর্শ করো তারেক জিয়ার সাথে। একটা জাতীয় ঐক্য গড়ে তোল। ঠেকাও আওয়ামী লীগ বাঁচাও দেশ।
৭১ এ মুসলিম লীগের যেই পরিণতি হয়েছে, আওয়ামী লীগের ও একই পরিণতি হতে পারে!
আপনি সঠিক কাজটাই করেছেন।
সাব্বাশ, আমরা পাশে আছি ইনশাআল্লাহ।
একটা বিশেষ লাঠি , যত্ন করে বাসার গ্যারেজে রাখসি , মনে হয় আবার বের করতে হবে #সাধারণ_জনগন #ভারতের_দালাল_মুক্ত_বাংলাদেশ_চাই
সাব্বাশ ভাই, আমাদের প্রতিনিধি হয়ে কথা বলেছেন
শেখ হাসিনা এই আইন করে গেছেন সামরিক আইন দিলে মৃত্যুদণ্ড হবে যিনি এই আইন দিবেন <
Brave soul. Never accept this proposal. Unite students again to ban AL at any cost.3000 killing and genocide and coming back again? outrageous. Whatever promise they make, if AL comes back Hasina will come back and kill you all.
বীরের মতো এগিয়ে যাও।
Hasnat is Great
হাসনাত হয়তো তার জীবনের সবচেয়ে কঠিন ডিশিসন টাই নিছে। যদিও আমরা জানি এগুলা বাংলাদেশ পরিস্থিতি খারাপ অবস্থানে চলে যাবে। তবে মনে রাইখেন। হাসনাত আমাদের সৎ সাহস আর ভালো মন্দ শিখায় দিলো এই পোস্টের মাদ্ধমে।
হাসনাতকে সমর্থন করছি। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল।
STAY STRONG WITH PRINCIPLE, AND NO COMPROMISE REGARDING FASCIST PARTY. WE MADE MISTAKES NOT FORMING REVOLUTION GOVERNMENT. NO MORE WRONG STEP???
বাবা হাসনাত আমরা তোমাদের সাথে আছি । আমি ৬০ পার করছি আমাদের জিবনের আর কিছুই পাওয়ার নাই। শুধু চাওয়ার আছে তা হল এই দেশের মানুষের সকল ন্যাজ্য অধিকার। আর কেবল মাত্র কেবল মাত্র তোমরাই দিতে পারো আর কেউ না।
সহমত পোষণ করছি। জুলাই গনহত্যা বিচার না করে আওয়ামী পুনর্বাসন আমরা মানি না মানবো না! ইনকিলাব জিন্দাবাদ!
agree
100% সত্য
খুনি দের সাথে কোন আপস নেই
আমরা সবাই হাসনাত