ঢাকা, ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

সার্চ কমিটিকে সময় বেঁধে দিলো ক্রীড়া মন্ত্রণালয়

স্পোর্টস রিপোর্টার
২২ মার্চ ২০২৫, শনিবার

ক্রীড়াঙ্গন সংস্কারের সার্চ কমিটিকে আগামী ২০শে এপ্রিলের মধ্যে কার্য পরিধি মোতাবেক অবশিষ্ট ফেডারেশন ও এসোসিয়েশন অ্যাডহক কমিটি গঠন সম্পন্নকরণসহ প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব পেশের জন্য নির্দেশ দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।  বৃহস্পতিবার ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা বরাবর এ সংক্রান্ত চিঠি দেন। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর অন্য সব জায়গার মতো ক্রীড়াঙ্গনও ঢেলে সাজানোর উদ্যোগ নেয়। সেই মোতাবেক ২৯শে আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করে। প্রথম দফায় কমিটিকে ২ মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। তবে দুই দিন পরই কমিটি পুনর্গঠিত হয়। নতুন কমিটির জন্য প্রতিবেদন দাখিলের নির্দিষ্ট মেয়াদ ছিল না। এরপর ৫ মাস পার হলেও এখনো অনেক ফেডারেশন ও এসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠন হয়নি। দেশের প্রত্যেক ফেডারেশন ও এসোসিয়েশনকে আর্থিক বরাদ্দ দিয়ে থাকে সরকার। নির্দিষ্ট অর্থ বছরের (জুলাই-জুন) মধ্যে ব্যয় করতে হয় অন্যথায় অর্থ সরকারি কোষাগারে ফেরত যায়। পূর্ণাঙ্গ/অ্যাডহক কমিটি না থাকায় অনেক ফেডারেশন বা এসোসিয়েশনকে বরাদ্দ ছাড়করণ হচ্ছে না। কিন্তু অনেক ফেডারেশনে কোনো কমিটি না থাকায় এর কার্যক্রম ঠিকমতো হচ্ছে না। সার্চ কমিটির সময় কতদিন এটা নিয়ে অনেক আলোচনা চললেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এতদিন। তবে এদিন ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টি আমলে নেয়। সার্চ কমিটির অধীনে ১৪ই নভেম্বর প্রথম দফায় নয়টি এরপর ২৮ জানুয়ারি সাতটি ও গত বুধবার পাঁচটি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন হয়। জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ফেডারেশন/ এসোসিয়েশনের সংখ্যা ৫৫ এর মধ্যে মাত্র ২১টি ফেডারেশনের নতুন কমিটি হয়েছে। দেশের দুই শীর্ষ খেলা ক্রিকেট বোর্ডে সভাপতি ও পরিচালক পদে রদবদল আর ফুটবল ফেডারেশনের পূর্ণাঙ্গ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখনও ৩২ ফেডারেশন/ এসোসিয়েশন এখনো পুনর্গঠন হয়নি। সার্চ কমিটি ফেডারেশন/এসোসিয়েশনের কর্মকাণ্ড পর্যালোচনা,সংশ্লিষ্টদের মতামত ও আগ্রহের ভিত্তিতে অ্যাডহক কমিটির প্রস্তাবনা/সুপারিশ করে। ক্রীড়া মন্ত্রণালয়/ক্রীড়া পরিষদ সেটা আরেক দফা যাচাই-বাছাই করে অনুমোদন করে।

 

 

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status