খেলা
উদ্বোধনী ম্যাচে বৃষ্টির শঙ্কা
স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৫, শনিবার
ভারতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট- আইপিএলের পর্দা উঠছে আজ। ১৮তম আসরের উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেন্সে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে বৃষ্টিতে ভেসে যেতে পারে ম্যাচটি। স্থানীয় আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ কলকাতা ও আশেপাশের অঞ্চলে ঝড়ের সঙ্গে বৃষ্টিও হতে পারে। ঝড়ের সম্ভাবনা ৫৪ শতাংশ ও বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। তার আগেও ৩৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে। যেখানে গান গাইবেন শ্রেয়া ঘোষাল। মঞ্চে নাচবেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। বৃষ্টি হলে সেই জমকালো আয়োজনও নিশ্চিতভাবে ভণ্ডুল হবে।
এর আগে ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেও উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার দুই দলই নতুন অধিনায়ক নিয়ে মাঠে নামছে। কলকাতার অধিনায়ক আজিঙ্কা রাহানে ও কোহলির আরসিবিকে এবার নেতৃত্ব দিবেন রজত পতিদার। আইপিএলে এর আগে খেলেছেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। দলটির হয়ে দু’বার শিরোপারও স্বাদ নিয়েছেন এ বাংলাদেশি অলরাউন্ডার।