অনলাইন
ন’দিনের মাথায় পার্লামেন্ট ভেঙে দিতে বললেন কানাডার প্রধানমন্ত্রী, ২৮ এপ্রিল সাধারণ নির্বাচন
মানবজমিন ডিজিটাল
(৪ সপ্তাহ আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২২ অপরাহ্ন

গত ১৪ মার্চ কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন মার্ক কার্নে। মাত্র ৯ দিনের মাথায় পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ২৮ এপ্রিল দেশে সাধারণ নির্বাচনের ডাক দিলেন তিনি। কার্নে বলেছেন ‘মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকি মোকাবেলা করার জন্য তার একটি শক্তিশালী ম্যান্ডেট দরকার। ট্রাম্প আমাদের ভাঙতে চান যাতে আমেরিকা আমাদের মালিক হতে পারে।’
এই মন্তব্য প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে সম্পর্কের কতটা অবনতি হয়েছে। ট্রাম্প কানাডার উপর শুল্ক আরোপ করার পর থেকে এবং এটিকে ৫১ তম রাষ্ট্র হিসাবে যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত করার হুমকি দেয়ার পর থেকে দুই দীর্ঘ সময়ের মিত্র এবং প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ট্রুডো কুর্সিতে থাকাকালীন কানাডার জনমত লিবারালদের পরিবর্তে কনজারভেটিভদের দিকে ঝুঁকে ছিল। একাধিক সমীক্ষায় সেই ইঙ্গিত মিলেছে। তবে কার্নে ক্ষমতায় আসার পর জনমত কিছুটা হলেও আবার লিবারালদের দিকে ঝুঁকেছে বলে মনে করা হচ্ছে। সেই সুযোগকেই কাজে লাগাতে চাইলেন কার্নে। এমনিতেও তাকে ভোটের দিন ঘোষণা করতে হত। আগামী অক্টোবর মাসের মধ্যে কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই ভোটই আরও এগিয়ে আনলেন কার্নে।
রবিবার রাতে তিনি নিজের সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেছেন। লিখেছেন, ‘'আমি এইমাত্র গভর্নর জেনারেলকে বললাম, পার্লামেন্ট ভেঙে দিতে এবং আগামী ২৮ এপ্রিল সাধারণ নির্বাচন ঘোষণা করতে। তিনি রাজি হয়েছেন।'
কার্নে সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অযৌক্তিক বাণিজ্য পদক্ষেপ এবং আমাদের সার্বভৌমত্বের জন্য তার হুমকির কারণে আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটের সম্মুখীন হচ্ছি। আমাদের প্রতিক্রিয়া অবশ্যই একটি শক্তিশালী অর্থনীতি এবং আরও নিরাপদ কানাডা গড়ে তুলতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে কানাডা সত্যিকারের দেশ নয়। সে আমাদের ভাঙতে চায় যাতে আমেরিকা আমাদের মালিক হতে পারে। আমরা তা হতে দেব না।'
হোয়াইট হাউস কার্নের মন্তব্য সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্প ৬ মার্চ ৩০ দিনের জন্য কিছু কানাডিয়ান পণ্যের উপর আরোপিত ২৫% শুল্ক বিলম্বিত করেছেন। সেইসঙ্গে তিনি ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরোপ করেছেন এবং ২ এপ্রিল থেকে কানাডিয়ান দুগ্ধ ও কাঠসহ অতিরিক্ত পণ্যের উপর পারস্পরিক শুল্কের হুমকি দিয়েছেন।
সূত্র : রয়টার্স