অনলাইন
হান্নান মাসউদের ওপর হামলা প্রসঙ্গে সারজিস
বিএনপির লজ্জিত হওয়া উচিত
স্টাফ রিপোর্টার
(৪ সপ্তাহ আগে) ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৫১ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় বিএনপির নেতাকর্মীরা যে হামলা করেছে, সেটার জন্য তাদের লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। মঙ্গলবার সকারে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
এর আগে গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার
ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নামধারী কিছু লোকের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে অভিযোগ করেন তিনি।
হামলার ঘটনায় বিএনপির লজ্জিত হওয়া উচিত উল্লেখ করে ওই পোস্টে সারজিস লেখেন, ‘গতকাল আমার সহযোদ্ধা আবদুল হান্নান মাসউদের ওপরে বিএনপির কিছু নেতা-কর্মীর দ্বারা যে হামলা হয়েছে এটার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত। বিগত ১৬ বছরে স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে। অতঃপর হান্নান মাসুদের মতো কিছু অকুতোভয়, আপসহীন, সাহসী তরুণদের হাত ধরে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপিসহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। এই কৃতজ্ঞতাবোধটুকু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সবসময় থাকা উচিত।’
তিনি লেখেন, ‘এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এজন্য তাদের দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মযজ্ঞ সবচেয়ে বড় হবে এটাই স্বাভাবিক। শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে বিগত ১৬ বছরে বিএনপি কি কি অন্যায় অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে তার একটা সারসংক্ষেপ বিএনপির পক্ষ থেকে তাদের সারা দেশের নেতা কর্মীদের কাছে যাওয়া উচিত। পাশাপাশি এই ১৬ বছরে আওয়ামী লীগ কী কী অন্যায়-অপকর্ম করেছে এবং দিন শেষে তাদের পরিণতি কী হয়েছে তারও একটা সারমর্ম বিএনপির পক্ষ থেকে তাদের নেতা কর্মীদের কাছে থাকা উচিত। তাহলে তাদের বর্তমান আমলনামা কোন দিকে যাচ্ছে এবং সেটার পরিণতি কী হতে পারে সেটার একটি তুলনা তারা সহজে করতে পারবে।’
বিএনপির প্রতি পরামর্শ দিয়ে এনসিপির মুখ্য সংগঠক আরও লিখেন, ‘কারণ আজকে থেকে এক যুগ আগে রাজনৈতিক পরিবেশের দিক থেকে বাংলাদেশ যে জায়গায় ছিল এখন সেই জায়গায় নেই। যেটা হতে একসময় ১৫ বছর লাগতো এখন সেটা হতে এখন ৫ বছর লাগবে কিনা সন্দেহ। এই জেনারেশন এখনো সজাগ, রাজনৈতিকভাবে সচেতন ও সক্রিয়। তাই বিএনপির সহযোদ্ধাদের পরামর্শ থাকবে এই সময় আর জেনারেশনটাকে আর একটু সিরিয়াসলি নেবেন।’
যারা সন্ত্রাসী কায়দায় অভ্যুত্থানের অন্যতম কারিগরের ওপরে এই হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার চান সারজিস আলম।
পাঠকের মতামত
বর্তমান বিএনপি ও বিগত আমিলিগের মাঝে কোন পার্থক্য দেখছি না। সাধু সাবধান। ভোট দিতে হবে বুঝে শুনে।
Right
হান্নান মাসুদ ও এনসিপি বর্তমানে প্রকাশ্যে আওয়ামীলীগের বিরোধীতা করে কিন্তু গোপনে ছাত্রলীগ ও আওয়ামীলীগ কে সঙ্গে নিয়ে রাজনীতি করে।
BNP is practising as like as BAL.
bnp jodi eta kore thake, tahole hamlakarider birudde kotor podokkep neya uchit, no excuse
বিএনপির উচিৎ এই হামলার সাথে জড়িত নেতা কর্মীদের বিরুদ্ধে তড়িৎ যথাযথ ব্যবস্থা নেয়া।
Suno Baba tomra nijeder-k eka eka boro neta mone na kore sobar sathe mile-mise cholo, tate valo hobe.
তোমরা মুখে ভারত আর সন্ত্রাসিলীগের বিরোধীতা দেখিয়ে তাদেরকে সাথে নিয়ে রাজনিতী শুরু করেছো, মুখে এক অন্তরে আরেক, তলে তলে এক বাস্তবে আরেক, লজ্জিত তোমাদের হওয়া উচিৎ, বৃহত্তর দেশপ্রেমিক জনগনের দল বিএনপি কেন লজ্জিত হতে যাবে? কোটার নামে আন্দোলন দেখিয়ে এখন স্বৈরাচারী কায়দায় সকল সুবিধা ভোগ করে সংস্কারের আড়ালে নির্বাচন ঠেকিয়ে রেখে শেখ হায়েনার মতো তোমরাও বিদেশী প্রভুর এজেন্ডা বাস্তবায়নে নেমেছো, জনগন দ্রুত নিজেদের ভোটের সরকার না পেলে তোমাদের ক্ষমা করবেনা।
right