ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

হারিছ চৌধুরী ফাউন্ডেশনের ইফতার

কানাইঘাটে জিয়াউর রহমান সেতুর নাম পুনর্বহালের দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৬ মার্চ ২০২৫, বুধবার

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কানাডা বিএনপি’র সাবেক সভাপতি ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, কানাইঘাটবাসীর উন্নয়নে হারিছ চৌধুরীর ভূমিকা অন্যতম। কানাইঘাটসহ সিলেটের প্রতিটি স্থানে তার উন্নয়নের ছোঁয়া রেখেছেন। হারিছ চৌধুরী তার কর্মে অমর হয়ে থাকবেন। কানাইঘাটে মরহুম হারিছ চৌধুরীর অন্যতম অবদান বিখ্যাত সুরমা নদীর উপর সুদীর্ঘ সেতুটির নাম জিয়াউর রহমান সেতু হিসেবে পুনর্বহাল করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি’র জন্য হারিছ চৌধুরী অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি সোমবার সিলেটের কানাইঘাটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরী স্মরণে হারিছ চৌধুরী ফাউন্ডেশন আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় এসব কথা বলেন। কানাইঘাট উপজেলা সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় হারিছ চৌধুরী ফাউন্ডেশনের কানাইঘাট উপজেলার কো-অর্ডিনেটর অধ্যাপক ইবাদুর রহমানের সভাপতিত্বে ও আবদুর রহমান মাছুমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ফয়সল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ৩ নম্বর দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ উদ্দিন, ডা. মইনুল হক, অধ্যাপক আমিনুল ইসলাম, এডভোকেট আবদুল হান্নান, কানাইঘাট উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ফয়জুল হক, জাতীয়তাবাদী পরিবার নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের সভাপতি সৈয়দ গৌছুল হোসেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status