বিনোদন
ভিন্ন অভিজ্ঞতায় ফারিয়া
স্টাফ রিপোর্টার
২৬ মার্চ ২০২৫, বুধবার
আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে একাধিক সিনেমা। ঘোষণা হলেও এখনো অনেক সিনেমার অনুমতি আসেনি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে। তবে সেই দৌড়ে এগিয়ে গেল নুসরাত ফারিয়া এবং আব্দুন নুর সজল অভিনীত ভৌতিক সিনেমা ‘জিন-৩’। সোমবার সন্ধ্যায় সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে মুক্তির অনুমতি পাওয়ার বিষয়টি জানান, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। এদিন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার শুটিং অভিজ্ঞতার কথা জানান ফারিয়া। তিনি বলেন, এটা আমার ক্যারিয়ারের প্রথম ভৌতিক সিনেমা। আমি ভীতু প্রকৃতির মানুষ। প্রতিদিন সেটে যেতাম, আবার বাসায় এসে দোয়া দরুদ পড়ে আল্লাহর কাছে মাফ চাইতাম। মজার মজার অনেক অভিজ্ঞতা নিয়ে আমরা পুরো গল্পটা শুট করেছি। তিনি আরও বলেন, এই প্রথম সিনেমা করতে গিয়ে আমার স্পেশাল কোনো ডায়েট করতে হয়নি। সবসময় সিনেমা শুটের আগে আমি কোনো একটা ডায়েটে চলি। বাণিজ্যিক সিনেমায় গান থাকে, বিভিন্ন চরিত্র থাকে তাই ডায়েট করতেই হয়। এই প্রথম শুটিংয়ের সময় আমি পেটপুরে ভাত খেয়েছি, বিরিয়ানি খেয়েছি। যখন যা মন চেয়েছে তাই খেয়েছি। মোটকথা, ছবিটি করতে গিয়ে ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে আমার। ফারিয়া বলেন, অনেকদিন পর ঈদে আমার সিনেমা আসছে। আমার কাছে এটা স্পেশাল ঈদ। সংবাদ সম্মেলনে ‘জিন-৪’ ছবির ঘোষণা দেন প্রযোজক আব্দুল আজিজ। তিনি বলেন, আগামী বছর রোজার অথবা কোরবানির ঈদে ‘জিন-৪’ মুক্তি দেয়া হবে।