ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

এবার নগর কৃষকরা মেতেছেন ঈদ আনন্দে

স্টাফ রিপোর্টার
২৬ মার্চ ২০২৫, বুধবার
mzamin

টেলিভিশনের ঈদ অনুষ্ঠানের অন্যতম আয়োজন ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় দর্শকপ্রিয় এই অনুষ্ঠানটির এবারের পর্ব ধারণ করা হয়েছে নগর কৃষকদের অংশগ্রহণে। কৃষকের ঈদ আনন্দ এবার আরও জমজমাট এর ব্যতিক্রমী ও মজার সব খেলাধুলায়। নির্মাতা শাইখ সিরাজ বলেন, ১৯৯৭ সালের কিউয়োটো প্রটোকলে সিদ্ধান্ত নিয়ে ২০০০ সালে জাপানের টোকিও সিটিতে ‘টোকিও গ্রিন রোফ ইনিসিয়েটিভ’ বাস্তবায়ন করা হয়। যেখানে বড় ভবনগুলোর ছাদে গাছ লাগানোকে করা হয় বাধ্যতামূলক। এর ফলে বছর কয়েকের মাঝেই টোকিও শহরের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেন্টিগ্রেড কমিয়ে আনা সম্ভব হয়েছে। আমাদের দেশেও ছাদকৃষি একটি সামাজিক বিপ্লব ঘটিয়ে দিয়েছে। গত শতাব্দীর আশির দশকে শুরু করেছিলাম বাসভবনের ছাদে কাজী পেয়ারা চাষের মাধ্যমে ছাদকৃষি কার্যক্রম। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বাসভবনের ছাদে তো বটেই, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত এমনকি কারখানার ছাদেও ছাদকৃষির আয়োজন চলছে। বাংলাদেশে ৪৬ হাজার ১১০টি শিল্পকারখানা আছে। এর অর্ধেকও যদি সবুজ করা যায়, আনা যায় কৃষি উৎপাদনে প্রকৃতির যেমন উপকার হবে খাদ্য উৎপাদনেও রাখবে ভূমিকা। এই ছাদকৃষি আন্দোলনকে আরও গতিশীল করতে ছাদকৃষক তথা নগর কৃষকদের নিয়ে এবার শূন্যে আয়োজন করেছি কৃষকের ঈদ আনন্দ। ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পরদিন বিকাল সাড়ে ৪টায় চ্যানেল আইতে।

 

 

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status