ঢাকা, ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১ শাওয়াল ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

২৬ দিনে রেমিট্যান্স এলো ২৯৪ কোটি ডলার, রেকর্ড

অর্থনৈতিক রিপোর্টার

(৪ দিন আগে) ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বৈধ পথে অতীতের যেকোনও সময়ের চেয়ে বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। এর ফলে রমজান মাসে প্রবাসী আয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক সূত্র এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি মার্চ মাসের প্রথম ২৬ দিনে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৯৪ কোটি ডলার। ব্যাংকারদের আশা, বর্তমান ধারা অব্যাহত থাকলে মার্চের শেষ নাগাদ প্রবাসী আয় ৩০০ কোটি (৩ বিলিয়ন) ডলার ছাড়িয়ে যাবে।

এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ (প্রায় ২৬৪ কোটি ডলার) রেমিট্যান্স আসে গত ডিসেম্বরে। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে গত মাস ফেব্রুয়ারিতে (প্রায় ২৫৩ কোটি ডলার)। 
জানা গেছে, নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই বেড়ে যায় প্রবাসী আয়ের গতি। একই সঙ্গে কমেছে হুন্ডি ও অর্থপাচার। আবার খোলাবাজারের মতোই ব্যাংকে রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে। এসব কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন।

চলতি (২০২৪-২৫) অর্থবছরের ৮ মাসে রেমিট্যান্স এসেছে এক হাজার ৮৪৯ কোটি ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরে প্রথম ৮ মাসে এক হাজার ৪৯৪ কোটি ডলারের রেমিট্যান্স। সে হিসাবে গত অর্থবছরের প্রথম ৮ মাসের চেয়ে চলতি অর্থবছরের প্রথম আট মাসে রেমিট্যান্স বেড়েছে ৩৫৫ কোটি ডলার।

এর আগে গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২.৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসে দেশে। এ নিয়ে অর্থবছরের দ্বিতীয় মাস আগস্ট থেকে টানা সাত মাস ২ বিলিয়ন ডলার অতিক্রম করবে।
 

পাঠকের মতামত

বছরের সেরা খবর। মার্চের ২৬ দিনে ২৯৪ কোটি ডলার রেমিটেন্স পাওয়া গেছে। দিনে ১১.৩০ কোটি ডলার এভাবে এক মাসে আসবে ৩৪০ কোটি ডলার। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে ৪১ হাজার কোটি টাকা। ইতিহাস ব্রেক রেকর্ড ব্রেক আরো কতকিছু। দেশবাসীকে একদিন বিরিয়ানি খাওয়া ফ্রি ঘোষণা করুন। এত দুঃখের মাঝেও একটা বড় সুখবর বটে। আর যারা পাঠিয়েছে তাদেরকে কি দিবেন সরকার নিজেই বলুক। একদিন ট্রেন ফ্রি বাস ফ্রি প্লেন ফ্রি। খবরটা মজার না। মনটা ভালো হয়ে গেছে তো তাই বললাম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিশ্চয়ই খুব খুশি। তার উপরে বিশ্বাস রেখেই রেমিটেন্স গুলো এসেছে। গভর্নর স্যারকে কি দেওয়া যায়। মাথায় ঢুকছেনা। রিয়ালি অবিশ্বাস্য। দেশের জন্য এর চেয়ে বড় খবর কি হতে পারে। তাও আজ সাতাইশ রোজা। কোরআন খতম। সব দেখেই ভালো খবর।

Anwarul Azam
২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৭:০৪ অপরাহ্ন

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status