বিনোদন
শাকিবের নায়িকা এবার সাবিলা
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১২:১১ অপরাহ্ন

আসন্ন কোরবানির ঈদে 'তাণ্ডব' সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব খান। পুনরায় রায়হান রাফির সঙ্গে জুটি বেঁধে দেশের কয়েকটি স্পটে শুটিং করছেন তিনি। এতে শাকিবের নায়িকা কে থাকছেন, সেটা এখনও প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। তবে বিভিন্ন মহল থেকে শোনা গেছে, এই সিনেমায় শাকিবের সঙ্গে দেখা যেতে পারে জয়া আহসান, সাবিলা নূর, এমনকি ওপারের কোয়েল মল্লিককেও। এ বিষয়টি নিয়ে নানা জল্পনা থাকলেও এবার নিশ্চিত হওয়া গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর'ই হচ্ছেন ‘তাণ্ডব’- এ শাকিবের নায়িকা। আর এ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন ছোট পর্দার এই অভিনেত্রী। সাবিলার বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন সোমবার দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে। জানা গেছে, ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোন এক লোকেশনে শাকিব-সাবিলা শুটিং করছেন। যেখানে শাকিবকে দেখতে হাজার হাজার মানুষের ভীড় হয়েছে। টান টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর ‘তাণ্ডব’-এর মাধ্যমে প্রথমবার শাকিব-সাবিলার নয়া ক্যামিস্ট্রি দেখবে দর্শক। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তাণ্ডব’। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে।