বিনোদন
দাম্মাম মাতাবেন ইমরান
স্টাফ রিপোর্টার
৩০ এপ্রিল ২০২৫, বুধবার
মরুর দেশ সৌদি আরব পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। দাম্মাম শহরে উদ্যাপিত হচ্ছে বিভিন্ন দেশের বিনোদনকর্মীদের নিয়ে মনোমুগ্ধকর আয়োজন ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। সেখানেই আগামী ১লা মে গান শোনাবেন এই গায়ক। ইমরান বলেন, ১লা মে দাম্মামের আল ইসকান পার্কে বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই শো। সবার সঙ্গে দেখা হবে, গান হবে।