বিনোদন
এখনই রাজনীতি নয়
স্টাফ রিপোর্টার
৩০ এপ্রিল ২০২৫, বুধবার
সম্প্রতি বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বিজেপিতে যোগ দেয়ার গুঞ্জন উঠেছে। কিছুদিন আগে কেরেলা কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছিল যে, প্রীতি জিনতার ১৮ কোটি টাকার ঋণ মওকুফ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। শুধু তাই নয়, প্রীতি নাকি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিজেপি’র হাতে সঁপে দিয়েছেন। এমন আবহেই বলিউড নায়িকার রাজনীতিতে যোগ দেয়ার জল্পনা শুরু হয়। জনৈক নেটিজেন এক্স হ্যান্ডেলে প্রীতিকে জিজ্ঞাসা করেন, আপনি কি বিজেপিতে যোগ দিবেন ভবিষ্যতে? আপনার গত কয়েক মাসের টুইট দেখে তো তেমনটাই মনে হচ্ছে। এই কথার পাল্টা জবাব দেন প্রীতি। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের এটাই একটা সমস্যা। সকলে সবকিছু নিয়ে বিচার করতে যান! আমি আগেও বলেছি, মন্দিরে কিংবা মহাকুম্ভে যাওয়া নিয়ে আমি গর্বিত। তার মানে এই নয় যে এ সমস্ত কারণে আমি বিজেপিতে যোগ দেবো। আসলে বাইরে থাকার ফলে আমি দেশের প্রকৃত মূল্য উপলব্ধি করতে পেরেছি। আমি আর পাঁচজন ভারতীয়-এর মতোই আমার দেশকে নিয়ে গর্ববোধ করি। এদিকে অন্য এক সাক্ষাৎকারে প্রীতি স্পষ্ট করে বলেন, রাজনীতিতে যোগ দেয়ার এখনই কোনো ইচ্ছা তার নেই।