রাজনীতি
দেশে ফিরবেন খালেদা জিয়া, বিএনপির যে প্রস্তুতি
স্টাফ রিপোর্টার
(৫ দিন আগে) ৪ মে ২০২৫, রবিবার, ৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। ওদিকে বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অবস্থান নিয়ে দিকনির্দেশনা দিয়েছে বিএনপি। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দিকনির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অবস্থান। মহানগর উত্তর বিএনপি বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল, ছাত্রদল লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত, যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন এবং মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়ামে, স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান, কৃষকদল বনানী কবরস্থান থেকে কাকলী মোড়, শ্রমিক দল কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেলের সামনে অবস্থান করবে।
তিনি আরও জানান, ওলামা দল, তাঁতী দল, জাসাস, মৎসজীবী দল বনানী শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার, মুক্তিযোদ্ধা দলসহ সকল পেশাজীবী সংগঠন বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২, মহিলা দল গুলশান-২ গোলচত্তর থেকে গুলশান এভিনিউ রোড এবং বিএনপির নির্বাহী কমিটির নেতৃবৃন্দ গুলশান-২ গোলচত্তর থেকে গুলশান এভিনিউ রোডে অবস্থান করবে। এছাড়া বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মী যার যার সুবিধামতস্থানে অবস্থান করবেন বলেও জানান রিজভী।
রিজভী জানান, বিমানবন্দর এবং চেয়ারপারসনের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবে না। সকল নেতাকর্মী দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে রাস্তার একপাশে দাঁড়াবে। চেয়ারপারসনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাটা সম্পূর্ণরূপে নিষেধ।
প্রায় চার মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে হিথরো বিমান বন্দর ছাড়বেন খালেদা জিয়া। বিমান বন্দরে মাকে বিদায় জানাবেন ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার সঙ্গে আসছেন তার দুই পূত্রবধূ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন।