বিনোদন
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমার নাম রেজিস্ট্রেশনের হিড়িক
বিনোদন ডেস্ক
(৯ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ৪:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

ভারতের কাশ্মীরে পহেলগাঁওয়ে ধর্ম পরিচয় হামলা চালায় জঙ্গিরা। পর্যটকরা এতে প্রাণ হারান। এ হামলার প্রতিশোধ নিতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ নামে অপারেশন চালায়। এদিকে বলিউডের চলচ্চিত্র নির্মাতারা পাকিস্তানের ওপর হামলার এই কাহিনি পর্দায় ফুটিয়ে তুলতে ইচ্ছুক। কমপক্ষে ১৫টি বলিউড স্টুডিওর পক্ষ থেকে নাম রেজিস্ট্রেশন করা হয়েছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বিএন তিওয়ারি এ কথা জানিয়েছেন। ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের কাছে নাম রেজিস্ট্রেশনের এক রকম হিড়িক পড়ে গিয়েছে বলা যায়।
জানা গিয়েছে, অশোক পণ্ডিত, মধুর ভাণ্ডারকরের মতো নির্মাতা নাকি নাম রেজিস্ট্রেশন করেছেন। আবার সে তালিকায় টি-সিরিজ, জি স্টুডিওর মতো একাধিক প্রযোজনা সংস্থাও রয়েছে। সময় যত গড়াচ্ছে, বলিউডে দেশাত্মবোধক সিনেমার সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকও সিনেমার পর্দায় ফুটে উঠেছে। ফলে ‘অপারেশন সিঁদুর’ নিয়েও সিনেমা নির্মাণে সবাই আগ্রহ প্রকাশ করছে।
পাঠকের মতামত
যার যেখানে যোগ্যতা আছে তার সেখানে থাকা উচিত। সিনেমা তৈরিতে ভারত বিশ্ব সেরা। তাদের মিডিয়া গুলোও বাংলাদেশ পাকিস্থান নিয়ে বোম্বে সিনেমার মত খবর প্রচার করে। যুদ্ধ জয় নয় অভিনয়ে নায়ক সবসময় জয়লাভ করে। তেমনি ভারত সিনেমা তৈরি করে শান্তনা পাক।
লস প্রজেক্ট! ৫ টি ফাইটার জেটের মূল্য প্রায় ৬০০০ কোটি রুপি। ১০০ টি অপারেশন সিন্দুর বানালেও এই পয়সা ওঠে আসবে না