বিশ্বজমিন
বেকারির নাম ‘করাচি’ হওয়ায় ভাঙচুর চালালো বিজেপি সমর্থকরা
মানবজমিন ডেস্ক
(১৩ ঘন্টা আগে) ১২ মে ২০২৫, সোমবার, ৭:০২ অপরাহ্ন

ভারতের হায়দ্রাবাদে অবস্থিত করাচি বেকারিতে ভাঙচুর চালিয়েছে বিজেপি’র সমর্থকরা। বেকারির নাম পরিবর্তন করার দাবিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেলেঙ্গানার পুলিশ। ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে গত শনিবার দুপুরে ওই হামলার ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে- শনিবার দুপুর তিনটায় বেকারিটিতে ভাঙচুর চালিয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থকরা। করাচি নামের বেকারিটি হায়দ্রাবাদের সামশাবাদ এলাকায় অবস্থিত। পুলিশ জানিয়েছে ওই ঘটনায় বেকারির কোনো কর্মী হতাহত হয়নি। এছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেছে তারা।
ইন্সপেক্টর কে বালারাজু বলেছেন, আমরা খবর পেয়েই দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই এবং রাজনৈতিক দলের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেই। এখানে বলে রাখা ভালো যে, করাচি বেকারিতে হামলার ঘটনা এবারই প্রথম নয়। গত সপ্তাহে ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে থাকাকালীন বেকারির বানজারা হিলস শাখায় হামলা চালায় একদল বিক্ষোভকারী। যাদের হাতে তিনরঙা বিশিষ্ট পতাকা দেখা যায়। এই বেকারিটি পরিচালনা করছে ভারতীয় একটি পরিবার। যারা ১৯৪৭ সালে দেশ ভাগের সময় করাচি থেকে হায়দ্রাবাদে চলে আসেন। ১৯৫৩ সালে হায়দ্রাবাদের মোজামঝাই বাজারে বেকারির প্রথম শাখার গোড়াপত্তন হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে বেকারির এক ম্যানেজার বলেছেন, আমরা ভারতীয়, আমাদের পাকিস্তানি বলা যাবে না। ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে করাচি বেকারির শাখা রয়েছে বলে জানান তিনি। এর মধ্যে দিল্লি, বেঙ্গালুরু এবং চেন্নাইতে তাদের বড় বড় কয়েকটি শাখা রয়েছে।
পাঠকের মতামত
ঢাকায় না আবার বোম্বে সুইটসের দোকানের মুসলমানি করে দেয়!
তাহলে তো পৃথিবী জুড়ে যতো ইণ্ডিয়ান আছে তাদেরকে ও তাদের ইণ্ডিয়া নামকরণের জন্য নিষিদ্ধ করতে হবে। বিজিপি বর্ণবাদ বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে। এই দানব রুখতে হবে।