বিশ্বজমিন
পেকুয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
১৪ মে ২০২৫, বুধবারকক্সবাজারের পেকুয়ায় মনির আহমদ ওরফে মনু(৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়াল ঘর থেকে একটি দেশীয় তৈরী এলজি বন্দুক দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সোমবার দিবাগত রাত ২টার দিকে শিলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আলেকদিয়া পাড়া নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মনির উদ্দিন পেশায় কৃষক। তিনি শিলখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন। পেকুয়া থানা-পুলিশ জানায়, অস্ত্র রয়েছে এমন খবরে আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের ওপর নজর রেখে আসছিল পুলিশ। এরই সূত্র ধরে সোমবার রাতে মনিরের বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি বন্দুক ও দুটি গুলি উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।